নিউজরাজ্য

২০২১-র মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার নিয়মে বড়সড় পরিবর্তন আনল রাজ্য সরকার

প্রতিবছর নভেম্বরেই হয় মাধ্যমিকের টেস্ট। আর ডিসেম্বরে উচ্চমাধ্যমিকের টেস্ট হয়।

Advertisement
Advertisement

এবার আগামী বছরের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের নিয়ে বিরাট সিদ্ধান্ত নিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। করোনা মহামারীর জন্য আগামী বছরের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের টেস্ট পরীক্ষা দিতে হবে না, নবান্ন থেকে এমনটাই জানালেন মুখ্যমন্ত্রী।

প্রতিবছর নভেম্বরেই হয় মাধ্যমিকের টেস্ট। আর ডিসেম্বরে উচ্চমাধ্যমিকের টেস্ট হয়। কিন্তু এবছরে করোনার জন্য মার্চ থেকেই বন্ধ রয়েছে স্কুল। অনলাইন ক্লাস চললেও এখনও মাধ্যমিকের টেস্ট নিয়ে কিছুই জানানো হয়নি। আর স্বভাবতই কবে টেস্ট হবে তাই নিয়ে চিন্তায় ছিলেন পরীক্ষার্থীরা।

আর এবার বুধবার নবান্ন থেকে মুখ্যমন্ত্রী জানালেন, আগামী বছরের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের টেস্ট দিতে হবে না। সরাসরি ফাইনাল পরীক্ষায় বসতে পারবে পরীক্ষার্থীরা। যদিও কবে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষা হবে সেই নিয়ে নির্দিষ্টভাবে কিবহুই বলেননি মুখ্যমন্ত্রী। তবে তিনি বলেন যে আগামী বছরে পরীক্ষা হবে। কিন্তু তা নির্দিষ্ট সময়েই সময় হবে কি না, তা জানা নেই। কারণ এখনও স্কুল বন্ধ রয়েছে।

Related Articles