Advertisements

পচা দাঁত তুলতে গিয়ে নাজেহাল সারা আলি খান! তুমুল ভাইরাল ভিডিও

Advertisements

সইফ আলি খান ও তাঁর প্রথম স্ত্রী অমৃতা সিং-এর মেয়ে সারা আলি খান বলিউডের নতুন উজ্জ্বল তারকাদের মধ্যে একজন। নিজের প্রথম ছবি থেকেই সারা নজরে এসেছেন সকলের। সুশান্ত সিং রাজপুতের সঙ্গে ‘কেদারনাথ’ সিনেমায় তিনি প্রথম বলিউডে অভিষেক করেন। এরপর একে একে রণবীর সিং থেকে বরুণ ধাওয়ান সকলের সঙ্গেই জুটি বেঁধে কাজ করে ফেলেছেন তিনি। সামনে রয়েছে আরও বড় বাজেটের কিছু ছবি যাতে অভিনয় করছেন তিনি।

সোশ্যাল মিডিয়াতে অনেক বেশী অ্যাক্টিভ সারা। বিশেষ করে ইনস্টাগ্রামের সোশ্যাল হ্যান্ডেলে। মাঝে মাঝেই বিভিন্নরকম পোস্ট করতে দেখা যায় তাঁকে। কখনও মা ভাইয়ের সঙ্গে বিদেশে ছুটি কাটানোর ছবি তো আবার কখনও হট পোশাকে ফটোশ্যুটের ছবি শেয়ার করেন। বর্তমানে সারার অভিনয় থেকে স্টাইল সব কিছুই চর্চার বিষয় হয়েছে। সম্প্রতি একটি মজার ভিডিও তিনি শেয়ার করেছেন নিজের ইনস্টা হ্যান্ডেলে।

ভিডিওটিতে দেখা যাচ্ছে, হাসপাতালের বেডে শুয়ে তিনি। তাঁর সারা গায়ে নীল কাপড়ে ঢাকা। মুখটা শুধু বার করা। স্যালাইন চলছে। কিন্তু কী এমন হল তাঁর?

জানা গেছে, তেমন সিরিয়াস কিছু নয়। দাঁত তুলতে গিয়েছেন তিনি। তাঁকে ঘিরে ডাক্তাররা দাঁড়িয়ে আছেন। ডক্টর রাজেশ শেট্টি তাঁর দাঁত তুলবেন। সারা ক্যাপশনে জানিয়েছেন , ‘কিছুক্ষণের মধ্যেই আমার দাঁত তুলে ফেলা হবে। তার আগে আমার ডাক্তারের সঙ্গে আলাপ করে নিন।’ এই ভিডিও শেয়ার করে সারা লেখেন, “নমস্কার দর্শক, দাঁত বাই বাই।” এই ভিডিও দেখে অনেকে আবার জানতে চেয়েছেন, কোন দাঁতটা তুলছেন সারা? তিনি কেমন আছেন তাও জানতে চেয়েছেন তাঁর ভক্তরা। এখনও পর্যন্ত এই ভিডিওটি বহু মানুষ দেখে ফেলেছেন এবং শেয়ারও করেছেন। ইতিমধ্যেই বেশ ভাইরাল হয়েছে এটি।

Related Articles