টেক নিউজনিউজ

OnePlus Open: ভারতে লঞ্চ হলো ওয়ানপ্লাস ওপেন! বিক্রি শুরু হয়েছে

কার্ড ব্যবহার করে স্মার্টফোন কিনলে পাওয়া যাচ্ছে ৫০০০ টাকা পর্যন্ত ছাড়!

Advertisement
Advertisement

বিশ্বের অন্যতম জনপ্রিয় স্মার্টফোন ব্র্যান্ড ওয়ান প্লাস (OnePlus Open)। এই সংস্থার অধীনে রয়েছে একাধিক মডেলের স্মার্টফোন। গত সপ্তাহেও এই সংস্থা ইউরোপ ও যুক্তরাজ্যে একটি নতুন স্মার্টফোন লঞ্চ করেছে। স্মার্টফোনটির নাম ওয়ানপ্লাস ওপেন। এটি ওয়ানপ্লাসের প্রথম ফোল্ডেবল স্মার্টফোন। এই স্মার্টফোনটি ভারতের লঞ্চ করা হলো। আজ দুপুর ১২টা থেকে ভারতে এই স্মার্টফোনটির বিক্রি শুরু হয়েছে।

ওয়ানপ্লাস ওপেন (OnePlus Open) স্মার্টফোনটির ফিচার্সের কথা বললে এটি ৭.৮২ ইঞ্চি ফ্লেক্সি-ফ্লুইড AMOLED ডিসপ্লে বিশিষ্ট, যা ১২০ ডাইনামিক রিফ্রেশ রেট সহ পাওয়া যাবে। এটি OxygenOS 13 দ্বারা চালিত হবে। পাওয়া যাবে Qualcomm Snapdragon 8 Gen 2 প্রসেসর। ব্যাটারির ক্ষেত্রে ৪,৮০৫ mAh ডুয়াল-সেল ব্যাটারি লাগানো হয়েছে স্মার্টফোনটিতে, যা ৬৭W ফাস্ট চার্জি সাপোর্টেড।

ওয়ানপ্লাস (OnePlus Open) ওপেন স্মার্টফোনে দেওয়া হয়েছে ৪৮MP প্রাইমারি, ৪৮MP আল্ট্রাওয়াইড এবং ৬৪MP টেলিফটো রেয়ার ক্যামেরা দেওয়া হয়েছে। এছাড়া সেলফির জন্য রয়েছে ২০MP ও ৩২MP ক্যামেরা। এই ফোনটি ১৬ জিবি র‍্যাম ও ৫১২ জিবি ইন্টারনাল স্টোরেজের সঙ্গে আসবে। সঙ্গে চার বছরের অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম আপডেট সহ পাঁচ বছরের নিরাপত্তা প্যাচ পাওয়া যাবে।

ভারতের বাজারে ওয়ানপ্লাস ওপেন (OnePlus Open)-এর ১৬ জিবি+ ৫১২ জিবি স্টোরেজ বিশিষ্ট ভ্যারিয়েন্টটির দাম রাখা হয়েছে ১,৩৯,৯৯৯ টাকা। Emerald Dusk এবং Voyager Black কালার ভ্যারিয়েন্টে পাওয়া যাবে ফোনটি। বর্তমানে প্রি অর্ডার বুকিং শুরু হয়েছে। ব্যাংকের কার্ড ব্যবহার করে ফোনটি কিনলে বিশেষ ছাড় পাওয়া যাবে। আইসিআইসিআই ব্যাংক ও ওয়ান কার্ডের ক্ষেত্রে ৫০০০ টাকা ছাড় মিলবে। একই সাথে ৮০০০ টাকার ট্রেন্ড ইন বোনাস পাওয়া যাবে।

Related Articles