OMG, ভরা মঞ্চে নাচতে নাচতেই পোশাক চেঞ্জ! যুবতীর এই সাহসী পারফরম্যান্সে হাঁ সকলে

Advertisement

খোলা স্টেজে পোশাক পরিবর্তন করে দুধরনের ডান্স করে তাক লাগালো তরুণী, ভাইরাল পারফরম্যান্স। বর্তমানে ইন্টারনেটে কোনো কিছু ভাইরাল হওয়া কঠিন কোনো ব্যাপার নয়। প্রায়ই বহু মানুষের নাচ, গান বিভিন্ন ধরনের ভিডিও ঝড়ের গতিতে ভাইরাল হয় নেটদুনিয়ায়। সেরকমই ২৯শে এপ্রিল আন্তর্জাতিক নৃত্য দিবস উপলক্ষে একটি ভিডিও ব্যাপক পরিমাণে ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়। যেখানে খোলা স্টেজে ক্লাসিক্যাল, ওয়েস্টার্ন দুই গানে একসাথে নাচ করতে দেখা গেছে এক তরুণীকে।

Advertisements

তবে নাচের সাথে তিনি দেখিয়েছেন তার আরো এক দক্ষতা। যা দেখে হতবাক নেটজনতা। শ্রেয়া (Shreya) নামের ওই তরুণী খোলা স্টেজে একসাথে ক্লাসিক্যাল এবং ওয়েস্টার্ন দুরকম গানেই নাচ করে। তবে সেই নাচের সাথে তিনি পোশাক পরিবর্তন করে তাক লাগায় নেটজনতাকে। নাচের মাঝে তার এই পোশাক পরিবর্তন দেখে হতবাক সকলেই। একসাথে ক্লাসিক্যাল এবং ওয়েস্টার্ন দুই ধরনের নাচ করা খুব একটা সহজ ব্যাপার নয়।

Advertisements

তার সাথে আবার খোলা স্টেজে পোশাক পরিবর্তন। হ্যাঁ, এমনটাই করে দেখিয়েছেন ওই শ্রেয়া নামের তরুণী। প্রথমে লেহেঙ্গা পড়ে স্টেজে আসে ওই তরুণী। তারপরে ক্ল্যাসিকাল ডান্স শেষ করে ওয়েস্টার্ন লুকে নাচ শুরু করেন তিনি। শ্রেয়া যাদব (Shreya Yadav) নামের ওই তরুণী প্রথমে ‘আজা নাচ লে’ গানে লেহেঙ্গা পড়ে ডান্স করে। তারপরে পিছন ঘুরে, লেহেঙ্গা খুলে প্যান্ট এবং লেহেঙ্গার ব্লাউজ পড়ে ‘হায় গারমি’ গানে দুর্দান্ত নাচ করেন ওই যুবতী।

তা দেখে তাক লেগে যায় নেটজনতার। তবে লেহেঙ্গার ভিতরে তিনি আগে থেকেই যে প্যান্ট পড়েছিলেন তা বোঝা গিয়েছে। তবে শ্রেয়ার এই ভিডিও পোস্টের ক্যাপশন অনুযায়ী জানা যায়, তার পোশাক দেখে সকলেই ভেবেছিল তিনি ক্লাসিক্যাল গানে ডান্স করবেন। কিন্তু তিনি একই সাথে দুই ধরনের যে নাচ করবেন তা দর্শকরা ভাবতে পারেনি। ইতিমধ্যে এই নিয়েই নেটদুনিয়ায় চলছে তুমুল আলোচনা।

Related Articles