Advertisements

হিংস্র কুমিরকে জব্দ করল বিশালাকার অ্যানাকন্ডা, ক্যামেরায় ধরা পড়ল বিরল এই ভিডিও

Advertisements

কুমিরের সাইজ আর ক্ষিপ্রতা নিয়ে আলাদা করে কিছু বলার নেই। এই শিকারী প্রাণী জলে-স্থলে দুই জায়গাতেই দাপিয়ে বেড়ায়। আর এর দাতের যে কতো শক্তি, কত প্রানী ঘায়েল হয় তা তো প্রায় সকলে জানি। সম্প্রতি ইউটিউবের একটি ভিডিও প্রকাশ পেয়েছে যেখানে বলা হচ্ছে পাচটি প্রানী রয়েছে যারা কুমীরকে পরাস্ত করতে সক্ষম।

জাগুয়ার হল চারটি বর্তমান বাঘ জাতীয় বড় বিড়াল গুলির একটি। এরা যেমন বড়ো তেমনি বলিষ্ঠ আর কুমীর শিকার করতে সিদ্ধহস্ত। এর শিকার এর বিশেষ বৈশিষ্ট্য এরা কুমীরের মুখ কামড়ে ধরে শিকার করে। পাশাপাশি জলে নেমে কুমিরের সাথে যুদ্ধ করতে সক্ষম।

এনাকন্ডার বিশালতা সম্পর্কে আর নতুন কিছু বলার নেই কিন্তু এর বিশেষ বৈশিষ্ট্য হল এরা চমৎকার সাতারু হয়ে থাকে। কুমীর শিকার করতেও পটু এনাকন্ডা। তাই সাধারনত জলের ধারে ওত পেতে বসে থাকে শিকারের জন্য। এরপর সামনে এলেই আষ্টেপৃষ্ঠে জড়িয়ে মেরে ফেলে শিকার করে।

আফ্রিকার এই স্তন্যপায়ী প্রাণীটি সাধারণত জলজ উদ্ভিদ খায় কিন্তু একইসাথে কুমীর শিকার করতেও পটু। এই প্রাণীটি হলো জলহস্তী। মহাসাগরীয় ডলফিন পরিবারের সদস্য ঘাতক তিমি বিশেষ ধরনের শিকারে বিশেষজ্ঞ হয়। কুমীর শিকার করতে এরাও ওস্তাদ। আর যার কথা না বললেই নয় সে হল বাঘ। ভারত বাংলাদেশের এই জাতীয় পশুকে পূর্ব দক্ষিণ এশিয়ার অনেক এলাকায় দেখা যায়। অন্যন্য প্রানী সহ বাঘ, কুমির শিকার করতেও পটু।

Related Articles