ভাইরাল ভিডিওঅফবিট

পরনে ধুতি-পাঞ্জাবি, রশ্মিকা স্টাইলে ‘সামি সামি’ গানে নেচে তাক লাগাল একদল যুবক, ভাইরাল ভিডিও

ইতিমধ্যে ‘সামি সামি’ গানে নাচ করে ফেলেছেন দেশের সাধারণ মানুষ থেকে সেলিব্রিটি সকলেই। কারণ ‘পুষ্পা’ ছবি মুক্তি পাওয়ার পর থেকে এই গানটি দ্রুত গতিতে ভাইরাল হয়। এই গানে পর্দায় নাচতে দেখা গিয়েছে রশ্মিকা মন্দানা (Rashmika Mandana) ও আল্লু অর্জুনকে (Allu Arjun)।

এই ছবির মধ্যে দিয়ে রশ্মিকার জনপ্রিয়তা আরও কয়েক গুণ বেড়ে গিয়েছে তা আর বলার অপেক্ষা রাখে না। এই গানে সাধারণ মানুষ থেকে জনপ্রিয় তারকা অনেকেই কোমর দুলিয়েছেন। তবে এবার বিয়ে বাড়িতে একদল যুবক নাচ করলেন। আর সেই ভিডিও ভাইরাল হতে বেশি সময় নেয়নি। ‘সামি সামি’ গানে দুর্দান্ত ভঙ্গিমায় নাচ করলেন একদল যুবক।

ভিডিওতে দেখা গিয়েছে, বিয়ের মঞ্চে বরপক্ষের গোটা দশেক যুবক নাচ করছেন গানের তালে তাদের পরনে রয়েছে খয়েরি রঙের পাঞ্জাবি এবং সাদা ধুতি। গানের তালে নাচ করার জন্য নিয়েছেন লাল রঙের ওড়না। তা দিয়েই বিভিন্ন তালে নাচ করছেন তারা।

ভিডিওতে দর্শকদের দেখা না গেলেও তাদের উচ্ছাস ফেটে পড়ছে। ভিডিওটি ইনস্টাগ্রামে পোস্ট হওয়ার সঙ্গে সঙ্গে ভাইরাল হয়ে গিয়েছে। প্রচুর মানুষ প্রশংসা করেছেন ওই যুবকদের। ইতিমধ্যে ৭ লক্ষ মানুষ ভিডিওটি দেখে ফেলেছেন।