Dance Video: সোনা রোদের হাঁসি দেখে, সুন্দর সাজে অসাধারণ নাচ সুন্দরী যুবতীর, দেখলে নাচতে মন চাইবে

পূর্বে নিজের প্রতিভা প্রকাশের একমাত্র উপায় ছিল নিজের পাড়া বা অন্যপাড়ায় আয়োজিত কোনো অনুষ্ঠানের মুক্তমঞ্চ। পাড়ার বাচ্চাদের কবিতা থেকে শুরু করে বড়দের গান-বাজনা সবই করা হতো মুক্তমঞ্চ তৈরি করে তার ওপর। আর যদি তাদের মধ্যে কেউ খুব ভালো গান-বাজনা করতেন, তারা হয়তো দু-একজন টিভির পর্দায় পৌঁছতেন। কিন্তু সমাজের একটি বড় অংশ নিজের প্রতিভাকে নিজের মধ্যেই দাবিয়ে বসে থাকতেন। অত মানুষের সামনে প্রতিভা প্রকাশ করার মত মনোবল অনেকেরই ছিল না।
তবে দিন বদলেছে। বহু মানুষের বহু প্রতিভা ধীরে ধীরে ফুটে উঠেছে সমাজের চোখে। আর এই প্রতিভা প্রকাশের প্রধান মাধ্যম হয়ে উঠেছে সোশ্যাল মিডিয়া। আগে হেঁসেলে মা-কাকিমারা রোজই রান্না করতেন। তবে আজকাল নিজের হেঁসেলে রোজকার রান্নার ভিডিও করে সোশ্যাল মিডিয়ায় ছাড়তে ব্যস্ত অনেকে। আর যদি কেউ গান-বাজনা জেনে থাকেন, তবে তো প্রায়শই সোশ্যাল মিডিয়া তাদের গান-নাচ ইত্যাদির ভিডিও শেয়ার করছেন বন্ধুদের সাথে।
এরকমই একজন প্রতিভাশালী যুবতী হলেন সোনামিকা (Sonamika)। তিনি নাচে অত্যন্ত পারদর্শী। প্রায়ই বিভিন্ন নাচের ভিডিও করে তিনি সোশ্যাল মিডিয়ায় ছাড়েন। আর সেই ভিডিওগুলি পছন্দ করেন সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা। কিছুদিন আগেই সোনামিকা সুপারহিট জুটি জিৎ-কোয়েলের (Jeet-Koel) ‘শুভদৃষ্টি’ (Suvodristi) নামক সিনেমা থেকে ‘সোনা রোদের হাসি দেখে’ এই গানটিতে নাচ করে ভিডিও শেয়ার করেন সোশ্যাল মিডিয়ায়।
ভিডিওটি ভীষণই পছন্দ হয়নি নেটজনতাদের। এর ফলে মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে প্রায় ৬০ হাজারের বেশি মানুষের কাছে। গানটি যেমন প্রাণোচ্ছল, গানের সঙ্গে নাচটিও করেছেন দুর্দান্ত। লাল টুকটুকে তাঁতের শাড়ির সাথে কন্ট্রাস্টে পরেছেন নীল রঙা ব্লাউজ। খুব সুন্দর ভাবে চুল বেঁধে, মানানসই মেকআপে অসাধারণ দেখাচ্ছিল সোনামিকাকে। মিষ্টি হেসে, মিষ্টি করে তার নাচ কেড়ে নিয়েছে বহু দশকের মন।