হলুদ শাড়ির ফাঁকে উন্মুক্ত নাভি, ‘শো মি দ্যা ঠুমকা’ গানের তালে দুর্দান্ত নাচ সুন্দরী যুবতীর, টেক্কা দিলেন শ্রদ্ধা কাপুরকেও

শ্রদ্ধার ‘ঠুমকা’ গানে শ্রদ্ধা কাপুরকে টেক্কা দিয়ে দুর্দান্ত ঠুমকা দিলেন এই সুন্দরী যুবতী, ভাইরাল ভিডিও। বর্তমানে সোশ্যাল মিডিয়ার ট্রেন্ডিং সং রণবীর কাপুর (Ranbir Kapoor) ও শ্রদ্ধা কাপুর (Shraddha Kapoor) অভিনীত ‘তু ঝুটি ম্যা মাক্কার’ (Tu Jhooti Main Makkar)-এর গান ‘শো মি দ্যা ঠুমকা’ (Show Me The Thumka)। সাম্প্রতিক এই গানের তালেই দুর্দান্ত নেচে সোশ্যাল মিডিয়ায় চর্চিত হচ্ছেন কনিষ্কা (Kanishka)। নেটদুনিয়ার জনপ্রিয় নৃত্যশিল্পী কনিষ্কা। তিনি আবারও প্রমাণ করলেন তার দক্ষ নৃত্যশৈলী।
বলা যায় বর্তমানে প্রতিভা বিকাশের মাধ্যম হয়ে উঠেছে সোশ্যাল মিডিয়া (Social Media)। যেখানে সাধারণ মানুষ তাদের ভিতরকার সুপ্ত প্রতিভা মেলে ধরছেন সকলের সামনে। কারোর নাচের প্রতিভা রয়েছে, কারোর গানের তো আবার কারোর হাতের বিভিন্ন কারুকার্যের। অন্যদিকে, সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করে অনেকে উপার্জনের মাধ্যম হিসেবে বেছে নিয়েছেন।
সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্ম ইউটিউব চ্যানেলে কনিষ্কা নামের এক যুবতী প্রায়ই তার দুর্দান্ত নাচের ভিডিও পোস্ট করেন। গত একমাস আগে পোস্ট করা একটি নাচের ভিডিওর সূত্র ধরেই সোশ্যাল মিডিয়ায় চর্চিত হচ্ছেন তিনি। ‘শো মি দ্যা ঠুমকা’ গানে ঠুমকা দিয়ে দর্শকদের নজর কেড়েছেন কনিষ্কা (Kanishka)। ভিডিওটিতে কনিষ্কাকে হলুদ রঙের শিফন শাড়ি সাথে স্লিভলেস এবং ব্যাকলেস ব্লাউজে দেখা গিয়েছে। তবে এই পোশাকে কনিষ্কার প্রতিটা ঠুমকা ঘায়েল করেছে নেটিজেনদের।
কনিষ্কা তার ইউটিউব চ্যানেল ‘কনিষ্কা ট্যালেন্ট হাব’ থেকে এই ভিডিওটি সকলের সাথে শেয়ার করে নিয়েছেন। ইতিমধ্যে ভিডিওটি দেখে ফেলেছেন প্রায় 2 লাখের কাছাকাছি মানুষ। বলা যায় অভিনেত্রী শ্রদ্ধা কাপুরের নাচকে টেক্কা দিয়েছে এই সুন্দরী যুবতী। প্রতিবারের মতো তিনি তার এই নৃত্যের মাধ্যমেও নেটিজেনদের কাছে প্রশংসিত হচ্ছেন। তার নাচের দক্ষতা কতটা নিপুন তা তিনি এই নাচের মাধ্যমে আবারও প্রমাণ করেছেন। সম্প্রতিক সময়ে এই নাচের ঝলকের সূত্র ধরে চর্চিত হচ্ছে কনিষ্কা (Kanishka)। দেখুন তার নাচের ভিডিও।