ভাইরাল ভিডিওঅফবিট

লাল শাড়িতে বাঁধভাঙা যৌবন, বিয়েবাড়িতে দুর্ধর্ষ কোমর দুলিয়ে নেচে তাক লাগাল সুন্দরী যুবতী

শুরু হয়ে গিয়েছে বিয়ের মরসুম। করোনা বিদায়ের সাথে সাথে মানুষ পরিবারের সকলকে নিয়ে মেতে উঠছে বিয়ের আনন্দে। এমনিতেই বিয়ে মানেই যেন এক উৎসব আর বর্তমানে বিয়ের সাথে যোগ হয়েছে নাচ গান ইত‍্যাদি। আসলে বিয়েবাড়ি মানেই নাচ হইহুল্লোড় জমজমাটি আড্ডা। এবার বিয়েবাড়িতে এমন নাচের ভিডিও হলো ভাইরাল।

চলছে বিয়ের মরসুম আর বিয়ের মরসুম মানেই বিয়েবাড়ি সংক্রান্ত নানান ভিডিওর সমাবেশ সোশ্যাল মিডিয়া জুড়ে। বিয়ে মানেতো কেবল বর কনে নয় তাদের ঘিরে আত্মীয় পরিজনদের উৎসাহ থাকে তুঙ্গে। সম্প্রতি বিয়ে বাড়িতে এমনই এক আত্মীয় তথা যুবতী নাচ করে নজর কেড়েছেন। গত বছর পুষ্পা ছবি সাড়া ফেলে দিয়েছিল।

ছবির সাথেই জনপ্রিয় হয়েছিল এর প্রত‍্যেকটি গান। যার মধ্যে ও আন্তাভা ছিল অন‍্যতম। আর এত মাস পরেও তার ক্রেজ কিন্তু এতটুকু কমেনি। যার প্রমাণ মিললো এই ভিডিওতেই। ভিডিওতে এই জনপ্রিয় গানের তালে নেচেই নজর কাড়লেন এক যুবতী। যুবতীর লাস‍্যময়ী নাচ দেখে ঘাম ঝড়লো নেটিজেনদেরও। ভিডিওতে দেখা যাচ্ছে একটি বিয়ের বাড়ির অনুষ্ঠানে মহিলাদের জমায়েত হয়েছে সেখানেই বসেছে নাচের আসর।

খুদে থেকে তরুণী কিবা মহিলা সকলেই রয়েছেন ওই জলসায়। তার মাঝেই আলাদাভাবে আকর্ষণীয় হয়ে উঠেছে ওই যুবতী। লাল রঙের শাড়ি পরে যেভাবে তিনি গানের সাথে নজর কেড়েছেন তা দেখে চোখ ফেরাতে পারেননি কেউ। কিছু সময়ের মধ্যেই ওই ভিডিও তুমুল ভাইরাল হয়ে গেছে ইতিমধ্যে লক্ষাধিক মানুষ দেখে ফেলেছেন ভিডিওটি লাইক ও কমেন্টও এসেছে উল্লেখযোগ্য হারে।