ভাইরাল ভিডিওঅফবিট

বিশালাকার সাপের লেজ টেনে ঘরের মধ্যে আনল একরত্তি শিশু, কাণ্ড দেখে হতবাক নেটিজেনরা

সাপের লেজ ধরে টানতে টানতে নিয়ে গেল এক ক্ষুদে! যে দৃশ্য দেখে রীতিমতো হতবাক সোশ্যাল মিডিয়া। কী অবাক হচ্ছেন তো? ভাবছেন যেখানে সাপ দেখে বড়োদের অবস্থায় খারাপ হয়ে যায়, সেখানে একজন শিশু কীভাবে তার লেজ ধরে টেনে নিয়ে যাচ্ছে? আসুন তাহলে সম্পূর্ণ বিষয়টি খোলসা করেই জানা যাক। আমাদের পৃথিবী বৈচিত্র্যময়।

যেখানে বিভিন্ন পশু-প্রাণীর বসবাস। কিছু কিছু প্রাণী যেমন কোনো ক্ষতি করে না। তেমনি কিছু প্রাণীর দ্বারা মানুষের মৃত্যু পর্যন্ত হতে পারে। সেরকমই একটি প্রাণী হলো সাপ। এমন কোনো মানুষ নেই এই প্রাণীটি দেখে ভয় পান না। আর তার উপর যদি সেটি ঘরে ঢুকে যায়, তাহলে তো আর কোনো কথাই নেই। রীতিমতো হুলস্থুল কান্ড শুরু হয়ে যায়।

সম্প্রতি সেরকমই একটি বাড়িতে সাপ ঢুকে পড়েছিল। যা দেখার পর বড়োরা ভয় পেলেও এক ক্ষুদেকে দেখা যায় সেই সাপের লেজ ধরে টেনে নিয়ে যাচ্ছে। এই ভিডিও সম্প্রতি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ইনস্টাগ্রামে অভিরাল শুক্লা নামক এক ব্যক্তি সম্প্রতি এই ভিডিওটি পোস্ট করেছেন। যেখানে দেখা যায় বাড়িতে বড়োসড়ো একটি সাপ ঢুকে পড়ে।

আসলে ঠাকুরের আসনের সামনে বসে পুজো করছিলেন কয়েকজন মহিলা। সেখানেই হঠাৎ করে সাপের লেজ ধরে ঢুকে পড়ে এক শিশু। যা দেখার পর অন্যরা ভয় পেয়ে সরে যায়। তবে ওই শিশুর মধ্যে কোনোরকম ভয়ের চিহ্ন ছিল না। এই ভিডিও দেখার পর মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন নেটিজেনরা। কেউ যেমন তার সাহসিকতার প্রশংসা করেছেন। অনেকে আবার তার ক্ষতির আশঙ্কা করে অভিভাবকদের সচেতন হতে বলেছেন।