‘আসো গো চলো গো’, আদরমাখা স্বরে বরকে ডেকে খেতে নিয়ে গেল নতুন কনে, ব্যাপক ভাইরাল ভিডিও

বিয়ের রাতে বরকে খাওয়াতে নতুন ট্রিক্স কনের, যা দেখে হেসে লুটোপুটি নেটজনতা। সোশ্যাল মিডিয়া এমন এক মাধ্যম যেখানে ভাইরাল হয় বিভিন্ন ধরনের ঘটনা। যা নেটজনতাকে মনোরঞ্জন করে তো আবার কখনো দুঃখিত করে তোলে। তবে সাম্প্রতিক নেটদুনিয়ায় ভাইরাল হয়েছে এক বিয়ে সম্পর্কিত ঘটনা। যা দেখে রীতিমতো হইচই পড়ে গেছে নেটদুনিয়ায়। হেসে গড়াগড়ি খাচ্ছে নেটজনতা। কি সেই ঘটনা? খুব জানতে ইচ্ছে করছে তাই না? বাঙালি বিয়ে মানে এক অন্যরকম ব্যাপার। যেখানে থাকবে মজা, হৈ হুল্লোড়, ইয়ার্কি সহ আরো নানান বিষয়। এর পাশাপাশি বিয়ের বিভিন্ন রিচুয়াল নিয়েও নানারকম মজা চলে।
তবে সম্প্রতি নেটদুনিয়ায় বিয়ে সম্পর্কিত যে ভিডিওটি ভাইরাল হয়েছে সেখানে আদরে সুরে বরকে ডাকতে দেখা গিয়েছে বউকে। এমন ভাবে বউ তার বরকে ডাকছে যা শুনে বরমশাই পর্যন্ত হেসে পাগল। Avra Sengupta নামের এক ইউজার ভিডিওটি ইনস্টাগ্রামে পোস্ট করেছে। ভিডিওর ক্যাপশনে লিখেছেন, খিদে পেয়ে গিয়েছে। রাত তখন সাড়ে তিনটে। ইতিমধ্যে ভিডিওটি পৌঁছে গিয়েছে লাখো লাখো মানুষের কাছে। ভিডিওটি পছন্দ করেছেন প্রায় ১ লাখ ৫ হাজারের কাছাকাছি মানুষ। কমেন্ট বক্সে উপচে পড়া ভিড় দেখা গিয়েছেন নেটিজেনদের মন্তব্যে। কি ঘটতে দেখা গিয়েছে ভিডিওটিতে?
নেটদুনিয়ায় ভাইরাল ভিডিওটিতে দেখা গিয়েছে সদ্য বিবাহিতা স্বামী-স্ত্রীর এক মজার কান্ড। ভিডিওটির শুরুতে দেখা যায় কনে বরের হাত ধরে খেতে যাওয়ার জন্য টানছে। অন্যদিকে বর বলে, অনেক রাত হয়ে গিয়েছে। সাতটা পর্যন্ত থাকলে এমনি আর খিদে পাবে না। তারপর কেউ খেতে দিলেও সে খেতে পারবে না। তবে তার উত্তরে কনে অন্তত একটু হরলিক্স খাওয়ার জন্য বরকে বলে। কনের এই কথায় বর বলে ওঠে, তাহলে একটু ভালো করে তাকে বলতে। আর তারপরেই ঘটে এই মজার ঘটনা।
বরের কথায় আদুরে সুরে বরের হাত ধরে কনে টানতে থাকে আর বলে, আসো গো, চলো গো, খাওয়াদাওয়া করবো গো! যা শুনে হেসে ফেলে বর। তার সাথে হেসে লুটোপুটি খায় সেখানে উপস্থিত সকলে। এমনকি ভাইরাল ভিডিওটিতেও উপচে পড়া হাসি দেখা গিয়েছে নেটজনতার। তবে ভিডিওটি দেখে বোঝা গেছে যে, সদ্য বিবাহিতা বর-কনে একে অপরের বন্ধু। এই ভিডিও দেখে কেউ কেউ মন্তব্য করেছেন, কি সুন্দর করে তিনি বললেন, কিউট কাপল। আবার কেউ বলেছেন, যখন আপনি আপনার প্রিয় বন্ধুকে বিয়ে করেন। আবার অন্য একজন ইন্টারনেট ব্যবহারকারী লিখেছেন, তারা খুবই ভাগ্যবান যে তারা একে অপরকে ভালোবেসে বিয়ে করেছে।