ভাইরাল ভিডিওঅফবিট

মাথার চুল থেকে গায়ের গয়না সবেতেই হরেক রকমের চকলেট, কনের সাজ দেখে ‘হাঁ’ নেটিজেনরা

হলুদ রঙে লেহেঙ্গা সেজেছেন, মুখের সুন্দর মেকআপ হাসি সঙ্গে রয়েছে গহনাও! কিন্তু একি গহনা তো আছে তবে এতো গহনা কম বরং চকোলেটের সম্ভার! সম্প্রতি এই বিয়ের মরসুমে ভাইরাল হয়েছে এক কনের ভিডিও। যা দেখে রীতিমতো শোরগোল পড়ে গেছে নেটপাড়ায়। ভাবতেই পারেন এই সময় তো প্রচুর জনের বিয়ে হচ্ছে তারমাঝে একজনকে নিয়ে এমন শোরগোল কেন!এর নেপথ্যে রয়েছে কনের গয়না।

আসলে সোনার বা অন্য কোন গয়নার পরিবর্তে হাতে-কানে গলায় চকলেট ঝুলিয়েছেন কনে। কিটক্যাট, পার্ক, 5 star কি নেই তাতে! আর চকলেট দিয়ে সাজানো এই কনেকে দেখে রীতিমতো তাজ্জব নেটজনগণ। বর্তমানে সাজের স্টাইলে ফুলের গহনা তো দেখেছেন কিন্তু চকলেট দিয়ে এমন অভিনব সাজ কি দেখেছেন? বিয়ের দিন নিয়ে প্রত্যেকটা মেয়ের মনেই একটা স্বপ্ন থাকে।

প্রত‍্যেকটা অনুষ্ঠানে কিভাবে সাজবে কি পরবে তাই নিয়ে চলতে থাকে আলোচনাও। কিন্তু তাই বলে চকোলেট যে সাজের অঙ্গ হতে পারে তা প্রথম দেখালেন এই কনে। এই ভিডিওতে দেখা যাচ্ছে রকমারি চকলেট দিয়ে সেজেছেন তিনি। মাথার খোপা জুড়ে ফুলের বদলে গোল্ডেন ফয়েল র‍্যাপ করা গোল চকোলেট, আবার বেনী জুড়ে শোভ পাচ্ছে কিটক‍্যাক, ফাইভ স্টার ইত‍্যাদি।

এমনকি চকলেট বাদ যায়নি গলার হার কানের টিকলি থেকে। Chitas Makeup artist 28 নামের এক মেকআপ আর্টিস্ট শেয়ার করেছেন এই ভিডিও। হয়তো নিজেকে ভাইরাল করে তোলায় তার উদ্দেশ্য ছিল তবে যাইহোক এই ভিডিও কিন্তু সারা ফেলে দিয়েছে নেট মাধ্যমে। এমন অভিনব অদ্ভুত কীর্তি দেখে রীতিমতো হাসির রোল পড়েছে নেটপাড়ায়‌। সব মিলিয়ে ভাইরাল এই ভিডিও।