ভাইরাল ভিডিওঅফবিট

বয়স শুধু সংখ্যা মাত্র! শাড়ি পরেই দড়ির উপর সাইকেল চালিয়ে নজর কাড়লেন ৬৭ বছরের বৃদ্ধা ঠাকুমা, ভাইরাল ভিডিও

বয়স নেহাতই একটি সংখ্যামাত্র! মনের জোর থাকলে যে কোনো কাজ অনায়াসেই করে ফেলা যায়। এমন দৃশ্য আমাদের সামনে বারবার উঠে এসেছে, যেখানে বয়সের একটি নির্দিষ্ট সীমা পার করলেও অসম্ভব কাজকে সম্ভব করে দেখিয়েছেন কিছু মানুষ। সেরকমই একটি দৃশ্য ধরা পড়েছে সোশ্যাল মিডিয়ায়। যেখানে ৬৭ বছরের এক বৃদ্ধাকে শাড়ি পরে দড়ির ওপর সাইকেল চালাতে দেখা গিয়েছে।

কী অবাক হচ্ছেন তো? ভাবছেন এই বয়সে মানুষ রাস্তাতেই সাইকেল চালাতে ভয় পান। সেখানে দড়ির ওপর কীভাবে তিনি সাইকেল চালিয়েছেন? আসুন তাহলে সম্পূর্ণ বিষয়টি খোলসা করেই জানা যাক। আসলে সম্প্রতি একটি সোশ্যাল মিডিয়া প্রোফাইল থেকে ভিডিওটি শেয়ার করা হয়েছে। যেখানে দেখা যাচ্ছে হলুদ শাড়ি পরে রয়েছেন ওই বৃদ্ধা।

তার মাথায় রয়েছে হেলমেট এবং তাকে ক্যারোবিনা দিয়ে আটকে রাখা হয়েছে। এই অবস্থায় দিব্যি তিনি দড়ির উপর দিয়ে সাইকেল চালিয়ে যাচ্ছেন। বেশ সাবলীলভাবেই তিনি এই স্টান্ট করে দেখিয়েছেন। আসলে একটি সংস্থার তরফ থেকে সাইকেলের অ্যাডভেঞ্চার খেলার আয়োজন করা হয়েছিল। সেখানেই ওই বৃদ্ধা স্টান্ট করে দেখিয়েছেন।

ওই সংস্থার তরফ থেকে ক্যাপশনে লেখা হয়েছে, ‘আমি ভয় পাইনি। আমি সাইকেল চালাবো। তুমি শুধু আমার সঙ্গে এসো। ৬৭ বছর বয়সে এই মা তার ইচ্ছেপূরণ করতে আমাদের কাছে এসেছিলেন। আর আমরা তার ইচ্ছেপূরণ করেছি।’ ভিডিওটিতে গভীর আত্মবিশ্বাস ধরা পড়েছে ওই বৃদ্ধার। তাইতো সেটি দেখার পর অনুপ্রেরণা পেয়েছেন অনেকে। এছাড়া তাকে প্রশংসায় ভরিয়ে তুলেছেন নেটিজেনরা।