ভাইরাল ভিডিওঅফবিট

‘৫২ গজ কা দমন’, সবুজ খেতের মাঝে হরিয়ানভি গানে দুর্দান্ত নাচ সুন্দরী বৌদির, মুহূর্তে ভাইরাল ভিডিও

ইদানিংপ্রাপ্তবয়স্কদের জন্য তৈরি ওয়েব সিরিজ যেমন রাতারাতি ভাইরাল হচ্ছে তেমনি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে ভোজপুরি হরিয়ানভি গান। সোশ্যাল মিডিয়ায় শয়ে শয়ে অনুরাগীরা এই ধরনের গানের ভিডিও দেখতে ভিড় করছেন। ফলে এইসব গান হয়ে উঠছে তুমুল হিট। এবার এরকমই হরিয়ানভি গানের তালেই অসাধারণ পারফরম্যান্স করে মন মাতালেন এক যুবতী।

বর্তমানে সোশ্যাল মিডিয়ায় নামী-অনামী বহু শিল্পীই নিজেদের প্রতিভা তুলে ধরছেন এই প্লাটফর্মে। তাদের মধ্যে অন্যতম একজন ডান্স স্টার বিশাখা। যারা আরডন্ট সোশ্যাল মিডিয়া ইউজার তাদের কাছে এই নাম বর্তমানে বেশ পরিচিত। ইতিমধ্যে তিনি দুর্দান্ত নাচ দিয়ে দর্শক মন জয় করে ফেলেছেন। বিভিন্ন গানের তালেই তাকে পারফর্ম করতে দেখা যায় তবে এবার তিনি বেছে নিয়েছেন হরিয়ানভি গান।

সম্প্রতি তার একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে গায়িকার রেনুকা পানোয়ারের জনপ্রিয় গান ” 52 গজ ক দমন” এর তালে জমিয়ে নাচ করেছেন তিনি। এদিন তার পরনে ছিল গোলাপি রঙিন লেহেঙ্গা ও চোলি সাথেই আকাশে রঙের ওড়না। সঙ্গে খোপায় গোজা রংবেরঙের ফুলে নিজেকে সাজিয়ে তুলেছিলেন তিনি।

আর সুন্দর সাজেই খোলা পরিবেশে এর মধ্যে যেভাবে তিনি নাচ পরিবেশন করেছেন তা দেখলে কোথাও মনে হবে না তিনি এই গানের ভাষার সাথে পরিচিত নন। প্রতিবারের মতো এইবারও তার নিজস্ব youtube চ্যানেল “বিশাখা অফিশিয়াল” থেকে এই ভিডিওটি শেয়ার করে নিয়েছেন এই নৃত্যশিল্পী যা এই মুহূর্তে মন জয় করে নিয়েছে হাজার হাজার মানুষের।