Uncategorized

এই প্রথম এমন সাহসী লুকে হাজির হলেন কোয়েল, দেখে চোয়াল শক্ত হল ভক্তদের!

সম্প্রতি এবার একটি খোলামেলা পোশাকে ধরা দিলেন টলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী কোয়েল মল্লিক! টলিউড ইন্ডাস্ট্রিতে এই অভিনেত্রীর নাম নতুন করে বলার অপেক্ষা রাখে না। দীর্ঘ কয়েক বছর ধরে টলিউডের সাথে যুক্ত রয়েছেন তিনি। তাবড়-তাবড় অভিনেতাদের সাথে জুটি বেঁধে দর্শকদের উপহার দিয়েছেন একাধিক সুপারহিট সিনেমা।

যদিও দেড় বছর ধরে পর্দা থেকে দূরেই রয়েছেন তিনি। এতোদিন পর্যন্ত কোনো সিনেমায় তাকে আর দেখা যাচ্ছে না। তবে সিনেমায় কাজ না করলেও কীভাবে লাইমলাইটে থাকতে হয় তা বেশ ভালোমতোই জানেন এই অভিনেত্রী। তাইতো মাঝেমধ্যেই নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে বিভিন্ন ছবি ও ভিডিও শেয়ার করেন। সম্প্রতি সেরকমই কয়েকটা ছবি ভাগ করে নিয়েছেন তিনি।

যেখানে দেখা যাচ্ছে তার পরনে রয়েছে একটি বাদামী রঙের লেদারের শর্ট ড্রেস। অফ শোল্ডার এই ড্রেসের উপরের দিকে একটি গোলাপের মতোন বো বানানো হয়েছে। পোশাকের সাথে মানানসই হেয়ার স্টাইল এবং মেকআপ করেছেন তিনি। স্মোকি আই মেকআপ এবং ঠোঁটের লিপস্টিক তাকে ভীষণই লাস্যময়ী করে তুলেছিল। ছবির ক্যাপশনে তিনি কয়েকটি হার্ট ইমোজি জুড়ে দিয়েছেন।

পোস্ট করামাত্র সেই সব ছবি ভাইরাল হয়ে গিয়েছে নিমেষে। আর সেখানে অনুরাগীদের পাশাপাশি বিভিন্ন প্রশংসাসূচক মন্তব্য করেছেন অন্যান্য তারকারাও। যেমন, ঋতুপর্ণা সেনগুপ্ত লিখেছেন ‘স্টানিং’। ঐন্দ্রিলা সেনও প্রশংসা করেছেন সেখানে। প্রত্যুত্তরে ধন্যবাদ জানাতে ভোলেননি এই অভিনেত্রী। অন্যদিকে নেটিজেনদের একাংশ তাকে পর্দায় ফেরার জন্য অনুরোধ করেছেন।