Uncategorized

সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, এভাবে করুন আবেদন

চাকরিপ্রার্থীদের জন্য সুখবর! কারণ, কেন্দ্রীয় বিদ্যালয়ে টিচিং ও নন টিচিং স্টাফ নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। যে কোনো ভারতীয় নাগরিকরা এই পদের জন্য আবেদন করতে পারবেন। সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে এই পদগুলিতে নিয়োগ করা হবে। আসুন তাহলে এই বিষয়ে বিস্তারিত জেনে নেওয়া যাক।

পদের নাম: Music Teacher, PRT, TGT, PGT, Non Teaching Staff

যে সমস্ত বিষয় নিয়োগ করা হবে সেগুলি হলো: PGT: English, Hindi, Physics, Chemistry, Maths, Bios, Computer Science

TGT: English, Hindi, Maths, Science, Sst, Sanskrit, Art Education, Computer Instructor

মোট শূন্যপদ: ২০

শিক্ষাগত যোগ্যতা: অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুযায়ী আলাদা আলাদা পদের জন্য আলাদা আলাদা শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে।

আবেদন পদ্ধতি: প্রার্থীদের আলাদা করে আবেদন করার কোনো প্রয়োজন নেই। অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদনপত্র ডাউনলোড করে সেটি পূরণ করে সরাসরি ইন্টারভিউয়ের দিন নিয়ে যেতে হবে। সাথে থাকতে হবে বায়োডাটা এবং শিক্ষাগত যোগ্যতার ডক্যুমেন্টস।

ইন্টারভিউয়ের তারিখ: ১৫.০২.২০২৩ থেকে ২৫.০২.২০২৩

ইন্টারভিউয়ের স্থান: Kendriya Vidyalaya BSF Krishnanagar এবং Kendriya Vidyalaya Ranaghat