IAS Interview Questions : মেয়েদের এমন কি যা দেখতে পারি কিন্তু ধরতে পারি না! অধিকাংশ মানুষ বলতে পারবেন না

Advertisement

IAS Interview Questions : চাকরির পরীক্ষা দিতে গিয়ে অনেক ক্ষেত্রে দেখা যায় সেই পরীক্ষার ইন্টারভিউ পর্ব থাকে। সেটি হয়ে থাকে অন্তিম পর্ব। সেই পর্বটি পার করলেই চাকরি নিশ্চিত হয়। আমাদের দেশে সবথেকে কঠিন চাকরির পরীক্ষা হল ইউপিএসসি। এই পরীক্ষায় তিনটি ধাপ রয়েছে। দু’টি লিখিত পরীক্ষা ও একটি ইন্টারভিউ। ইন্টারভিউ পর্বে নানান প্রশ্ন করা হয় পরীক্ষার্থীকে।

Advertisements

এই পরীক্ষায় প্রচুর পরীক্ষার্থী অংশ নিলেও সফল হতে পারেন খুব কম সংখ্যক। এই ইন্টারভিউ পর্বে একাধিক এমন প্রশ্ন করা হয় যা শুনে থতমত খেতে হয়। যদিও প্রশ্নগুলি কঠিন মনে হলেও এর উত্তর হয় আরও সোজা। এবার কয়েকটি প্রশ্ন ও উত্তর দেখে নেওয়া যাক যা বারংবার জিগ্যেস করা হয়েছে এই পরীক্ষার ইন্টারভিউতে।

Advertisements

১. কোন জিনিস বাবা মা ছাড়া দু’বার জন্মায়?
উত্তর – চুল।
২. স্বামী কি কম করলে মেয়েরা রেগে যায়?
উত্তর – শপিং।
৩. মেয়েদের ঝুলে থাকে ও ছেলেদের দাঁড়িয়ে থাকে, জিনিসটি কী?
উত্তর – চুল।
৪. কে মাঝরাতে আসে ও মাঝরাতে চলে যায়?
উত্তর – তারিখ।
৫. ছেলেরা মাঝেমধ্যে করে কিন্তু মেয়েরা করতে পারে না, কী?
উত্তর – চুল বা দাড়ি কাটা।
৬. ভালবাসার ওজন কত?
উত্তর – দু’টি মন মিলে ভালোবাসা হয়। সুতরাং ১ মণ = ৪০ কেজি। অর্থাৎ ভালোবাসার ওজন ২×৪০=৮০ কেজি।
৭. আপনার কোন জিনিস আপনি ছাড়া কেউ দেখতে পারে না?
উত্তর – স্বপ্ন।
৮. কোন জিনিসটি বউ দেয় কিন্তু শালী দেয় না?
উত্তর – ঘোমটা।
৯. এ দেয় সে বলে না, যে নেয় সে জানে না, যে জানে সে নেয় না। জিনিসটি কী?
উত্তর – জাল নোট বা ছেঁড়া নোট।
১০. আপনার সামনে থাকে কিন্তু দেখতে পান না, কী?
উত্তর – ভবিষ্যত।
১১. একটা মেয়ে সমস্ত কাপড় ফেলে দিলে কী হবে?
উত্তর – আলমারি খালি হয়ে যাবে।
১২. মেয়েদের শরীরে কোন জিনিস দেখতে পারি কিন্তু ধরতে পারি না?
উত্তর – ছায়া। এই প্রশ্ন করা হয় প্রার্থীকে বিভ্রান্ত করতে।
১৩. শরীরের কোথায় ছেলেদের দু’টি ও মেয়েদের তিনটি ফুটো থাকে?
উত্তর – নাক।

Related Articles