Uncategorized

৫২ গজ ক্যা দামান, সর্ষে ক্ষেতের মাঝে হরিয়ানভি গানে দুর্দান্ত নাচ সুন্দরী যুবতীর, ভাইরাল ভিডিও

পূর্বে নিজেকে প্রতিভা প্রকাশ করার জন্য অনেক দিন অপেক্ষা করতে হতো, অপেক্ষা করে থাকতে হতো বিভিন্ন রিয়েলিটি শোয়ের জন্য। সেখানে সিলেক্ট হলে তবেই প্রতিভা সকলের সামনে আসার সুযোগ পেতো কিন্তু এতে অনেক প্রতিভা ধামা পড়ে যেত। তবে বেশ কয়েক বছর ধরে এই চিত্রের পরিবর্তন ঘটেছে। সোশ্যাল মিডিয়া আসার পর থেকেই বলা ভালো লকডাউনের সময় থেকে সোশ্যাল মিডিয়ায় নিজেদের প্রতিভা তুলে ধরার বিষয়টি অনেকাংশে বৃদ্ধি পেয়েছে।

ইতিমধ্যে প্রচুর যুবতী নিজেদের নাচ গানের মাধ্যমে সোশ্যাল মিডিয়ায় জায়গা করে নিয়েছে। মৌ, সোমালিকা, বিশাখা সকলেই নিজেদের নৃত্য প্রতিভা দিয়ে সোশ্যাল মিডিয়ার প্রতিষ্ঠিত হয়েছেন। সম্প্রতি এবার সামনে এলো বিশাখার আরো এক নাচের ভিডিও।

হিন্দি, বাংলা গানের ভরপুর এন্টারটেইনমেন্ট তো আছেই তবে তার সাথেই কিন্তু বর্তমানে জনপ্রিয় হচ্ছে ভোজপুরী, হরিয়ানভীর মতোন গান ও তার সাথে নৃত‍্য পরিবেশনা। এবার এরকমই এক হরিয়ানভি গানের তালে পারফরম্যান্স করতে দেখা গেল বিশাখাকে। এদিন তাকে দেখা গেল খোলা আকাশের নিচে প্রকৃতির সৌন্দর্যের মাঝেই নিজেকে অসাধারণ ভাবে মেলে ধরতে।

গানের তালে অসাধারণ ভঙ্গিমাই নাচ করে মন মাতালেন তিনি। এদিন তার পরনে ছিল গোলাপি নীলের একটি লেহেঙ্গা। তার সাথেই মানানসই সাজ তার সৌন্দর্য বাড়িয়ে তুলেছিল। সব মিলিয়ে তাই তার নাচ মন জয় করে নিয়েছে দর্শকদের। মাত্র দুই সপ্তাহ আগে শেয়ার করে নেওয়া ভিডিওটি পৌছে গেছে প্রায় ৪৪ হাজার মানুষের কাছে। রইল সেই ভিডিওটি।