whatsapp channel
google news
নিউজ বিনোদন ভাইরাল ভিডিও অর্থনীতি লাইফস্টাইল অফবিট খেলা রাজনীতি
Advertisements

করোনার জের, পাত্র ছাড়ায় সম্পূর্ণ হলো পাত্রীর বিয়ে! কিভাবে? জানলে চমকে যাবেন

দেবপ্রিয়া সরকার : করোনাভাইরাসের প্রভাব এক দেশ থেকে আরেক দেশে যেভাবে হু হু করে ছড়িয়ে পড়ছে তার জেরে বন্ধ রয়েছে এক দেশ থেকে আরেক দেশে সমস্ত যাতায়াতের পথ। কিন্তু অনেক…

Published By: Web Desk | Updated:
Advertisements

দেবপ্রিয়া সরকার : করোনাভাইরাসের প্রভাব এক দেশ থেকে আরেক দেশে যেভাবে হু হু করে ছড়িয়ে পড়ছে তার জেরে বন্ধ রয়েছে এক দেশ থেকে আরেক দেশে সমস্ত যাতায়াতের পথ। কিন্তু অনেক আগেই সায়েক আবুল নবির কন্যার সঙ্গে বিয়ে ঠিক হয়েছিল মহম্মদ আদনান খানের৷ পাত্র মহম্মদ আদনান MBA, ৫ বছর ধরে থাকেন সৌদি আরবে৷ বিয়ের জন্য আসবেন দেশে৷ সব আয়োজন হয়ে গিয়েছে অনেক আগে থেকেই৷ কিন্তু এরই মধ্যে শুরু হয়ে গেছে করোনার আক্রমন। সম্ভবত পাত্রের আসার কোনো নিশ্চয়তা নেই। কিন্তু বিয়ে পিছোতে নারাজ দুই পরিবার।

আপনার জন্য নির্বাচিত

এই পরিস্থিতিতে নেট দুনিয়ার উপর ভরসা রাখলেন দুই পরিবার। বর্তমানে ডিজিটাল যুগে কি না হয়। সেই মতো অনলাইনে বিয়ে দেবার সিদ্ধান্ত নিল দুই পরিবার। পাত্র মন্ডপে হাজির হতে না পারলেও আটকালো না বিয়ের অনুষ্ঠান৷

অনলাইনে ভিডিওকলের মাধ্যমে সম্পন্ন হল বিয়ের সমস্ত আচার অনুষ্ঠান। এই পদ্ধতিতেই হল ইজাবে কবুল এবং নিকাহনামা৷ ভিডিও কলেই পাত্র-পাত্রীকে দিয়ে বলানো হলো ‘কবুল হ্যায়’। দুই পরিবারের সম্মতিতে সমস্ত নিয়ম পালনের মাধ্যমে সমাপ্ত হল নিকাহপর্ব। খুশি পাত্র-পাত্রি সহ উভয় পরিবারই।