Advertisements

অবাক পতন পেট্রোপণ্যে, বিগত ৬ মাসে যা দেখা যায়নি

Advertisements

দেবপ্রিয়া সরকার : সমগ্র দেশ জুড়ে আরো সস্তা হল পেট্রোল-ডিজেল। বিগত ৬ মাসে পেট্রোপণ্যের এত বড় পতন হয়নি। প্রতি লিটার পেট্রোলে ২২ থেকে ২৩ পয়সা কমেছে এবং ডিজেলে কমেছে ২০-২১ পয়সা৷ এই হিসেবে আন্তর্জাতিক বাজারে এখন অপরিশোধিত তেলের দাম অনেকটাই কম। কলকাতায় প্রতি লিটার পেট্রোলের দাম ৭৪.১৬ টাকা ও ডিজেলের দাম ৬৬.৪৩ টাকা৷

দিল্লিতে প্রতি লিটার পেট্রোলের দাম ৭১.৪৯ টাকা ও ডিজেলের দাম ৬৪.১০ টাকা৷ চেন্নাইতে প্রতি লিটার পেট্রোলের দাম ৭৪.২৮ টাকা ও ডিজেলের দাম ৬৭.৬৫ টাকা৷ মুম্বইতে প্রতি লিটার পেট্রোলের দাম ৭৭.১৮ টাকা ও ডিজেলের দাম হয়েছে ৬৭.১৩ টাকা৷ অনেকদিন পর অপরিশোধিত তেলের দামের এইরূপ পতনে খুশি সাধারণ মানুষ।

Related Articles