Mini AC: তীব্র গরমে মাত্র ২ হাজার টাকায় কিনুন এই মিনি AC, কয়েক মিনিটেই ঘর হবে ঠাণ্ডা ঠাণ্ডা কুল কুল!

Mini AC: তীব্র গরমে ঘর ঠান্ডা রাখতে চান? পেয়ে যাবেন ১,২৯৯ টাকায় ঘর ঠান্ডা করার মেশিন, জানুন কোথায়। নববর্ষের আগে থেকেই তীব্র গরমে নাজেহাল অবস্থা সকলের। ৪০-এর গণ্ডি পেরিয়েছে তাপমাত্রা। চাঁদি ফাটা রোদে ঘর থেকে বেরোনো যাচ্ছে না বাইরে। আবার রোদের তাপে ঘরও হয়ে উঠছে গরম। ফলে এই গরমে বেঁচে থাকা দায় হয়ে উঠছে মানুষের। এই গরম থেকে বাঁচার জন্য সকলেই ভরসা করছেন AC, Fan, কুলারের মতো ইলেকট্রিক যন্ত্রের।
সাম্প্রতিক তাপমাত্রা এতটাই বৃদ্ধি পেয়েছে যে সিলিং ফ্যানের নিচেও থাকা যাচ্ছে না। তাই অনেকেই খোঁজ করছেন ঠান্ডা ইলেকট্রিক যন্ত্রাংশের। তবে এইসব যন্ত্রের দাম তুলনামূলকভাবে অনেকটা বেশি হয়। তাই অনেকেই কিনতে পারেনা। তবে সাধারণ মানুষকে স্বস্তি দিতে বাজারে রয়েছে ন্যায্য মূল্যের বেশ কিছু AC। যার বিদ্যুৎ বিল নিয়েও চিন্তা করতে হবে না।
Moblios পোর্টেবল AC- গরমের সময় সাধারণ মানুষকে স্বস্তি দিতে পারে এই সাশ্রয়ী মূল্যের পোর্টেবল AC। যা পার্সোনাল এয়ারকুলার হিসেবে বিভিন্ন জায়গায় নিয়ে যেতে পারা যাবে। এই এয়ার কুলারের দাম অ্যামাজনে ১,৭৪৯ টাকা। এই ঠান্ডা যন্ত্রটি ৩ ইন ১ কন্ডিশনার হিউমিডিফায়ার পিউরিফায়ার মিনি কুলার হিসেবে কাজ করে।
Zofey পোর্টেবল মিনি AC‐ গরমের হাত থেকে বাঁচতে গেলে খুব কম মূল্যে পেয়ে যাবেন এই এয়ারকন্ডিশনার। এই এয়ারকন্ডিশনারে রয়েছে ৫০০ml জলের ট্যাঙ্ক। এই ট্যাঙ্ক পুরোপুরি ভর্তি হয়ে গেলে এটি প্রায় ৮ ঘন্টা নিশ্চিত চলবে। এর পাশাপাশি এই এয়ারকন্ডিশনারে ৩ স্পিড অ্যাডজাস্টেবল উইন্ডো স্পিড-এর ব্যবস্থা রয়েছে। অ্যামাজনে এই এয়ারকন্ডিশনের দাম রয়েছে ১,২৯৯ টাকা।
One94Store পোর্টেবল এয়ার কন্ডিশনার ফ্যান‐ এই এয়ারকন্ডিশনার ফ্যানেও রয়েছে ৫০০ এমএল জলের ট্যাঙ্ক। এই ট্যাঙ্কে যত বেশি বরফ দেওয়া যাবে ততই ঠান্ডা বাতাস পাওয়া যাবে। এই ট্যাঙ্কটি পুরোপুরি ভর্তি হলে এই AC ফ্যান প্রায় ৬-৮ ঘন্টা যাবৎ নিশ্চিত ভাবে চলবে। তবে এই এসি ফ্যানের জন্য খুব বেশি বিদ্যুৎ বিল খরচ করতে হবে না। এই এসি ফ্যানে ৭ রংয়ের LED লাইট রয়েছে। এছাড়াও USB থেকে চার্জ করা যেতে পারে এই এসি ফ্যান। অ্যামাজনে এই এয়ারকন্ডিশন ফ্যানের দাম রয়েছে ২০০০ টাকা।