টেক নিউজনিউজ

মাত্র ৯০ হাজার টাকায় কিনুন দুর্দান্ত Tata Nexon গাড়ি, অবিশ্বাস্য অফার দিচ্ছে কোম্পানি

দেশীয় অটোমোবাইল সংস্থাগুলির মধ্যে ‘টাটা’র নাম আসে প্রথমদিকেই। ইতিমধ্যেই তারা একাধিক ফিচার্সের গাড়ি এনে মন জয় করেছে গ্রাহকদের। আর এই তালিকায় শীর্ষে রয়েছে ‘টাটা নেক্সন’। এমনকি ইলেকট্রিক গাড়ির বাজারেও ‘নেক্সন’এর রমরমা বেড়ে গিয়েছে বহুমাত্রায়। এবার সংস্থার তরফ থেকে গ্রাহকদের জন্য এমন একটি সুবিধা নিয়ে আসা হয়েছে যেখানে মাত্র ৯০ হাজার টাকাতেই এই গাড়ি আপনি নিজের করে নিতে পারবেন।

কীভাবে? আসুন তাহলে সে বিষয়ে বিস্তারিত জেনে নেওয়া যাক। বর্তমানে এই গাড়ির দাম শুরু হচ্ছে ৭.৮ লক্ষ টাকা থেকে। টপ ভেরিয়েন্ট মডেলের দাম ১৪.৩৫ লক্ষ টাকা। বেস ভেরিয়েন্টের অন রোড দাম ৮.৮৫ লক্ষ টাকা। এই দামে কোনো এসইউভি গাড়ি ভারতের বাজারে দেখা যায় না। তাই যারা এসইউভি গাড়ি কিনতে চান তাদের জন্য দুর্দান্ত সুযোগ নিয়ে এসেছে ‘টাটা’।

সাধারণত দুটি ভেরিয়েন্টে পাওয়া যায় ‘নেক্সন’। একটিতে হয়েছে ১.২ লিটারের ৩ সিলিন্ডারের টার্বো পেট্রোল ইঞ্জিন। অন্যটি ১.৫ লিটারের ৪ সিলিন্ডারের ডিজেল ইঞ্জিন। এই গাড়িতে ৬ স্পীড ম্যানুয়াল এবং ৬ স্পীড অটোমেটিক ট্রান্সমিশনের বিকল্পও রয়েছে। ‘টাটা নেক্সন’ মূলত পেট্রোল, ডিজেল ও ইলেকট্রিক ভেরিয়েন্টে পাওয়া যায়। ইলেকট্রিক গাড়ির বাজারে টাটা ‘নেক্সন ইভি’ বিপুল জনপ্রিয়তা লাভ করে ফেলেছে।

এবার জানা যাক কীভাবে এটি আপনি ৯০ হাজার টাকায় কিনতে পারবেন। আসলে ডাউন পেমেন্টের জন্য আপনাকে প্রথমে দিতে হবে ৯০ হাজার টাকা। এরপর বাকি ৭.৯৬ লক্ষ টাকার একটি ঋণ দেবে ব্যাঙ্ক। ১ থেকে ৭ বছর পর্যন্ত এই ঋণ আপনি নিতে পারেন। ঋণের উপর প্রতি বছর ১০% হারে সুদ দিতে হবে। যদি আপনি ৫ বছরের জন্য ঋণ নেন তাহলে আপনাকে প্রত্যেক মাসে দিতে হবে ১৬,৮৪৫ টাকা।