একটা রয়্যাল এনফিল্ডের স্বপ্ন কে না দেখে! বাইকারদের মনের মনিকোঠায় অবস্থান রয়্যাল এনফিল্ডের। কিন্তু পকেটের রেস্ত এর কথা ভেবে অনেক ক্ষেত্রেই পিছিয়ে আসতে হয়। কিন্তু আপনি যদি বর্তমানে রয়্যাল এনফিল্ড কেনার কথা ভাবছেন তাহলে আপনার জন্য দারুন খবর কারণ এখন মাত্র ১১ হাজার টাকা খরচ করলেই নিয়ে আনতে পারবেন Royal Enfield Classic 350.
মাত্র ১১ হাজার থেকে ডাউন পেমেন্ট শুরু হচ্ছে এই বাইকের। নতুন বছরের শুরুতেই এই বাইকের অন রোড প্রাইস এর ওপর ৯০% পর্যন্ত ফাইন্যান্সের অপশন দেওয়া হচ্ছে। অর্থাৎ 11 হাজার টাকা দিয়েই এনফিল্ড ক্লাসিক লেটেস্ট মডেলটি নিয়ে আসতে পারবেন এবং তারপর বাকি টাকা বিভিন্ন কিস্তিতে শোধ দেওয়ার সুযোগ থাকবে।
এই মুহূর্তে আপনি যদি Royal Enfield Classic 350 ইএমআই এর অফারে কেনেন তাহলে সুযোগ পাবেন পাঁচ বছরে ইএমআই শোধ করার। এর জন্য প্রতিমাসে দিতে হবে মাত্র ৪ হাজার ৫৫৭ টাকা করে। যদিও এই মূল্য সুদের হারের উপর নির্ভর করে পরিবর্তিত হতে পারে।এই মুহূর্তে রয়েল এনফিল্ড ক্লাসিক 350 এর দাম ভারতে 1,90,229 টাকা থেকে শুরু হচ্ছে।
বাইকটির মোট ছয়টি ভ্যারিয়েন্ট আছে আর টপ ভেরিয়েন্ট এর দাম ২,২১,১২৯ টাকা। তবে দাম যেমন আছে তেমনি আছে এর অত্যাধুনিক ফিচারর্স। বাইকটিতে দেওয়া হয়েছে ৩৪৯ cc এর BS6 ইঞ্জিন। বাইকের উভয়দিকেই দেওয়া হয়েছে ডিক্স ব্রেক এছাড়াও এতে এন্টি লকিং ব্রেকিং সিস্টেম রয়েছে। লুকের দিক থেকেও যথেষ্ট স্টাইলিশ এটি। ক্রুজার বাইকটির ওজন ১৯৫ কেজি এবং ফুয়েল ট্যাংকের ক্ষমতা ১৩ লিটার।