মাত্র ৯ হাজার টাকায় কিনুন Royal Enfield-র নতুন গাড়ি! অবিশ্বাস্য অফার দিচ্ছে কোম্পানি

Advertisement

দারুন সুযোগ গাড়ি লাভারদের জন্য, মাত্র ৯০০০ টাকা দিয়ে কিনে ফেলুন রয়্যাল এনফিল্ড। কম-বেশি অনেকেরই মোটরবাইক কেনার স্বপ্ন রয়েছে। বিশেষ করে রয়্যাল এনফিল্ড (Royal Enfield)-এর প্রতি আলাদাই একটা টান রয়েছে গাড়ি লাভারদের। তবে অনেকেই পর্যাপ্ত পরিমাণ টাকার অভাবে সেই স্বপ্নপূরণে ব্যর্থ হয়। তবে আর ব্যর্থতা নয়, দুর্দান্ত অফার এসেছে গাড়ি লাভারদের জন্য। এবার ডাউন পেমেন্টের মাধ্যমেই নিজের স্বপ্নপূরণ করুন।

Advertisements

বিষয়টি কি ঠিক বোধগম্য হচ্ছে না? চলুন বিষয়টি পরিষ্কারভাবে জেনে নেওয়া যাক। দুর্দান্ত অফার প্রদান করছে রয়্যাল এনফিল্ড। মাত্র ৯ হাজার ডাউন পেমেন্ট দিয়েই কিনে নিতে পারবেন এনফিল্ড বাইক। এনফিল্ড অন্যান্য মডেলগুলিতেও দিচ্ছে দুর্দান্ত অফার। চলুন সেইসব মডেলগুলির অফার সম্পর্কেও জেনে নেওয়া যাক। এনফিল্ডের সবচেয়ে পুরানো একটি মডেল হল ‘বুলেট’।

Advertisements

যেসব গাড়ি লাভাররাএই বুলেট পছন্দ করেন তারা যে কোন শোরুম থেকে ৯০০০ ডাউন পেমেন্ট করে এই গাড়িটি কিনে নিতে পারেন। এছাড়াও এনফিল্ডের একটি জনপ্রিয় গাড়ি রয়েছে ক্ল্যাসিক। এই বাইকটিও কেনা যাবে মাত্র ৯,৮৯৯ টাকা ডাউনপেমেন্ট দিয়ে। অন্যদিকে, ১২ হাজার টাকার ডাউনপেমেন্ট করে কেনা যাবে মিটিওর বাইক। এছাড়াও, অন্যান্য প্রিমিয়াম গাড়িগুলিও নামমাত্র ডাউনপেমেন্ট দিয়ে কেনা যাবে। তবে ডাউনপেমেন্ট করার পর তিন থেকে পাঁচ বছরের জন্য EMI-তে এই গাড়িটি কিনতে পারবেন।

তবে তার জন্য ৩,৯৯৯ থেকে ৬,৯৯৯ টাকা EMI-এর মাধ্যমে পেমেন্ট করতে হবে।এই অফার এর পাশাপাশি রয়েছে আরও বেশ কিছু অফার। কেনাকাটার সময় ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ডের মাধ্যমে পেমেন্ট করতে চাইলে পেয়ে যাবেন POS মেশিনের সুবিধা। এছাড়াও কোনো ব্যক্তি যদি ইএমআই ছাড়া একবার পেমেন্টে কিনতে চান তাহলে তিনি বেশ অনেকটা পরিমাণ ডিসকাউন্ট পাবেন। তার সাথে বিনামূল্যে পেয়ে যাবেন অনেক কিছুই।

Related Articles