টেক নিউজনিউজ

১৭ হাজারের Redmi-র ফোন নিন মাত্র ৫৫০ টাকায়! সস্তায় কিনুন এখান থেকে

হাজার টাকার কমে স্মার্টফোন! তাও আবার আট বছর পুরনো এই জনপ্রিয় ব্র্যান্ডের ফোন.. হ্যাঁ সম্প্রতি এই মুহূর্তে জনপ্রিয় REDMI ফোনে পাবেন এমন অফার। XIAOMI যে এই মুহূর্তে ভারতের বেস্ট সেলিং স্মার্টফোন ব্র‍্যান্ড তা বলার অপেক্ষা রাখে না। আর সাথেই এর সাবব্র‍্যান্ড রেডমিও এখন জনপ্রিয়তার তালিকায়। আসলে এর প্রধান কারণ দুর্দান্ত স্পেসিফিকেশন এর সাথে দামের সামঞ্জস্য বজায় রাখা। দেশে বাজেট সেগমেন্টের চাহিদা সবথেকে বেশি আর এই চাহিদার কথাই মাথায় রেখেছে REDMI.

সম্প্রতি রেডমির একটি ফোনই আপনি পেয়ে যাবেন একেবারেই স্বল্পমূল‍্যে। এই মুহূর্তে flipkart-এ Redmi 10 এর ওপর একটি অফার দেওয়া হচ্ছে যার নজরকাড়া ফিচার্স যেমন অবাক করবে তেমন আকর্ষণীয় ছাড় তাজ্জব করে দেবে। ফোনটির ৬ জিবি র‍্যাম 128gb স্টোরেজ ভ‍্যারিয়‍্যান্টের আসল দাম ১৬৯৯৯ টাকা যার ওপর বর্তমানে রয়েছে 29 শতাংশ ডিসকাউন্ট। অর্থাৎ দাম পড়বে ১১,৯৯৯ টাকা।

তবে এখানেই শেষ নয়, আপনি পেয়ে যাবেন ব্যাংক অফারও। Axix Bank কার্ড থেকে পেমেন্ট করলে পাবেন অতিরিক্ত পাঁচ শতাংশ ছাড়। এছাড়াও রয়েছে এক্সচেঞ্জ অফার। পুরনো ফোন ফ্লিপকার্টে এক্সচেঞ্জ করলে ১১ হাজার ৪৫০ টাকা পর্যন্ত ছাড় পেতে পারবেন। আর সবকিছু ছাড় পেলে ফোনটির দাম দাড়াবে মাত্র ৫৫০ টাকা।

ফোনে দুর্দান্ত স্পেসিফিকেশনগুলিও এক নজরে দেখে নিন-

কোয়ালকাম Snapdragon 680 প্রসেসর যুক্ত ফোনটিতে দেওয়া হয়েছে ৬.৭ ইঞ্চি এইচডি প্লাস ডিসপ্লে, রয়েছে ডুয়াল রিয়েল ক্যামেরা। যার প্রাইমারি ক্যামেরাটি ৫০ এমপি, আর সেলফি ক‍্যামেরা ৫ MP. ব্যাটারি দিক থেকেও ভালো পারফরম্যান্স দেবে ফোনটি কারণ এতে রয়েছে ৬০০০ MAh ব্যাটারি।

উল্লেখ‍্য ফোনটি কিনলে এক বছরের ওয়ারেন্টি ও চার্জার ব্যাটারির উপর ছয় মাসের ওয়ারেন্টিও পেয়ে যাবেন।