টেক নিউজনিউজ

মাত্র ৫৪৯৯ টাকা কিনুন OnePlus-এর এই দুর্দান্ত 5G স্মার্টফোন, জেনে নিন কিভাবে কোথায় কিনবেন

সম্প্রতি এবার জনপ্রিয় স্মার্টফোন নির্মাণকারী সংস্থা ‘Oneplus’ গ্রাহকদের জন্য এমন একটি অফার নিয়ে এসেছে যেখানে খুব কম টাকায় আপনি কিনে ফেলতে পারেন ‘OnePlus Nord CE 2 Lite 5G’। স্মার্টফোন নির্মাণকারী সংস্থার দুনিয়ায় এই সংস্থাকে নিয়ে নতুন করে কিছু বলার অপেক্ষা রাখে না। চীনের এই সংস্থা খুব অল্প সময়ের মধ্যেই জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে গিয়েছে।

বিভিন্ন সময় তারা গ্রাহকদের জন্য বিভিন্ন অফার নিয়ে আসে। সম্প্রতি এই ফোনটি ‘অ্যামাজন ডিল অফ দ্য ডে’তে বিশাল অফারে উপলব্ধ হয়েছে। যেখানে আপনি এই ফোন মাত্র ১৩,৫০০ টাকা দিয়ে কিনে ফেলতে পারেন। স্মার্টফোনটি Amazon-এ ১৮,৯৯৯ টাকায় কিনতে পাওয়া যায়, তবে এই ফোনে ১২,০০০ টাকা পর্যন্ত এক্সচেঞ্জ অফার রয়েছে।

আর সমস্ত অফার এবং এক্সচেঞ্জ অফার-সহ আপনি ফোনটি মাত্র ৫,৪৯৯ টাকাতেই কিনে ফেলতে পারেন। যদিও এক্সচেঞ্জ অফারের দাম নির্ভর করবে আপনি যে ফোনটির সাথে সেটি এক্সচেঞ্জ করবেন তার মানের ওপর।

আসুন তাহলে জেনে নেওয়া যাক এই ফোনের ফিচার সম্পর্কে-

১. এই ফোনে রয়েছে ৬.৫৯ ইঞ্চি ফুল এইচডি প্লাস ডিসপ্লে এবং স্ন্যাপড্রাগন ৬৯৫ প্রসেসর।

২. ফোনটিতে ৮ GB RAM এবং ১২৮ GB স্টোরেজ রয়েছে।

৩. সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য ফোনটিতে ১৬ এমপি ফ্রন্ট ক্যামেরা রয়েছে।

৪. ফোনটিতে রয়েছে ৫,০০০ mAh ব্যাটারী এবং দ্রুত চার্জিংয়ের সুবিধা।