টেক নিউজনিউজ

প্রতি লিটারে চলবে ৬৯ কিমি, মাত্র ১১ হাজার টাকায় কিনুন মাইলেজের রাজা Hero Pleasure Plus স্কুটার

বর্তমান সময়ে ক্রমাগত জ্বালানী তেলের মূল্যবৃদ্ধির ফলে সাধারণ মানুষ এমন যানবাহন চাইছেন যেগুলির মাইলেজ অনেক ভালো হয়। ইতিমধ্যেই আমাদের সামনে এরকম একাধিক সংস্থা উঠে এসেছে যারা বেশি মাইলেজের যানবাহন নিয়ে এসেছে গ্রাহকদের জন্য। সেরকমই এবার ‘হিরো মোটোকর্প’ সংস্থার তরফ থেকে দুর্দান্ত স্কুটার আনা হয়েছে।

যেটি এক লিটার তেলে 69 কিলোমিটার পর্যন্ত চলতে সক্ষম। কী অবাক হচ্ছেন তো? তবে এমনটাই সত্যি। এই স্কুটারের নাম ‘Hero Pleasure Plus’। আগেই ‘pleasure’ স্কুটারটি সবথেকে বেশি মাইলেজ দেওয়া স্কুটার হিসেবে পরিচিত ছিল। আর এবার এই স্কুটারে বেশ কিছু নতুন ফিচার আনা হয়েছে। চাইলে আপনি 11 হাজার টাকা খরচ করেই সেটি বাড়ি নিয়ে যেতে পারেন।

কারণ, এতে রয়েছে ফাইন্যান্সের সুবিধা। দিল্লীতে এই স্কুটারের এক্স-শোরুম মূল্য 71,818 টাকা, যার অন-রোড দাম পড়বে প্রায় 85,413 টাকা। তবে ইএমআই’এর মাধ্যমে আপনি খুব সহজে এই স্কুটার কিনতে পারেন। 11 হাজার টাকা ডাউনপেমেন্ট করে পরবর্তী 36 মাসের জন্য 2,527 টাকা যা দিতে হবে প্রতি মাসে।

Hero Pleasure Plus’এর ফিচার্স-

1. 110.9cc ইঞ্জিন যা @7000 rpm 8.1 ps শক্তি এবং @5500 rpm 8.70 nm টর্ক উৎপন্ন করে।

2. ফ্রন্ট এবং রিয়ার দুই জায়গাতেই রয়েছে ড্রাম ব্রেক।

3. 4.8 লিটারের ফুয়েল ক্যাপাসিটি। যা একবার ফুল হলে 69 kmpl পর্যন্ত মাইলেজ দেবে।

4. এছাড়াও Bluetooth এর সাথে কানেক্ট করা যাবে স্কুটার। সাথে রয়েছে i3S প্রযুক্তি, USB চার্জিং পোর্ট, ট্রিপমিটার, টেকোমিটার ডিজিটাল এবং অ্যানালগ স্পিডোমিটার।