লকডাউনের সময় থেকে গণপরিবহন এড়াতে অনেকেই ঝুঁকেছেন দু চাকার ওপর। বেড়েছে দুচাকা যানের ব্যবহার। আর এই তালিকাতে কিন্তু রয়েছে সাইকেল। একটা সময় যখন গাড়ির বারবাড়ন্ত হয়নি তখন সাইকেল ছিল ভরসা। আর বর্তমানে প্রযুক্তির উন্নতির হাত ধরে উন্নত মানের সাইকেলও জায়গা করে নিচ্ছে। বাজারে চাহিদা বাড়ছে ই-সাইকেলের। আজকে এই প্রতিবেদনে এমনই এক দূর্দান্ত ইলেকট্রিক সাইকেল এর কথা জানাবো। Hero Lectro নামের এই সাইকেলটির বিশেষত্ব হলো এর দাম একটি 5G ফোনের সমান। যা প্রতি ঘন্টায় ২৫ কিলোমিটার যেতে সক্ষম এছাড়াও রেঞ্জও ৩০ কিলোমিটার এর বেশি।
এটি যেমন একদিক থেকে মজবুত তেমনি এতে দেওয়া হয়েছে Detachable ব্যাটারি যার ফলে চার্জ করাও হবে সহজ। সংস্থার মতে এই ইনসাইকেলটি সম্পূর্ণ চার্জ হয়ে যাবে মাত্র চার ঘণ্টায়। এছাড়াও এটি IP67 সার্টিফাইড ও ওয়াটার ডাস্ট প্রুফ। এই ইলেকট্রিক সাইকেলটি কিনতে দাম পড়বে ২৮৯৯৯ টাকা। চাইলে ক্রেডিট কার্ডের সাহায্যে নো কস্ট ইমেআইয়ে কিনে নিতে পারবেন আপনি। গাড়ি কিনলে যেভাবে পেট্রোল খরচ হয় তাতে এককালীন এই সাইকেল কিনে খরচও বাচাতে পারবেন।
ফিচার্স- ফিচারস এর কথা বলতে গেলে এই সাইকেলের হ্যান্ডেল বারের বাঁদিকে একটি ছোট ওয়াটারপ্রুফ এলইডি ডিসপ্লে ইউনিট পাবেন যেখানে আপনি অন বাটন এবং হেড লাইটের সাথে লো মিডিয়াম হাই রাইডিং মোড পেয়ে যাবেন। এছাড়াও থাকবে ব্লুটুথ কানেক্টিভিটির মত সুবিধা।
আর Hero iSmart অ্যাপের মাধ্যমে রাইট স্ট্যাটাস রাইট ট্র্যাকিং এর পাশাপাশি কন্ট্রোলের সুবিধা পাবেন। জানা গেছে এটি Li-lon 36 V, 5.8 Ah ব্যাটারি দ্বারা চালিত এছাড়াও এতে BLDC 36V/250W 40NM রেয়ার হাব মোটর রয়েছে। আর সাইকেলে ফুল চার্জ হয়ে গেলে ৩০ কিলোমিটার রেঞ্জ পেয়ে যাবেন আপনি।