এবার মাত্র 8,500 টাকা দিয়ে আপনি বাড়ি নিয়ে যেতে পারেন সকলের পছন্দের বাইক ‘বাজাজ পালসার 125’। ভারতের সবথেকে বেশি বিক্রি হওয়া বাইকগুলোর মধ্যে একটি হলো পালসার। যার নেপথ্যে রয়েছে এর স্পোর্টি লুক এবং শক্তিশালী পারফরম্যান্স। আসলে সব বয়সের চালকেরাই বাইক চালাতে পছন্দ করেন।তবে অনেক সময় দামের কারণে তা কিনতে পারেন না সাধারণ মানুষ।
তবে সম্প্রতি এমন একটি অফার নিয়ে আসা হয়েছে যেখানে মাত্র 8,500 টাকাতেই এই বাইক আপনি বাড়ি নিয়ে যেতে পারেন। কীভাবে? আসুন তাহলে জেনে নেওয়া যাক। ভারতের বাজারে এই বাইকটির মূল্য 82,712 টাকা। এটি 6টি ভেরিয়েন্ট এবং 8টি রঙে পাওয়া যায়। যার টপ ভেরিয়েন্টের দাম 92,183 টাকা থেকে শুরু হয়। তবে সংস্থা 8,500 টাকা ডাউনপেমেন্ট এই বাইক বিক্রি করছে। এই দামে কেনার পর গ্রাহককে তিন বছরের জন্য প্রত্যেক মাসে 4 হাজার টাকা করে ইএমআই দিতে হবে।
আসুন তাহলে বাইকের কিছু ফিচার সম্পর্কে জেনে নেওয়া যাক।
1. বাইকে একটি 124.4cc BS6 ইঞ্জিন রয়েছে, যা 11.64 bhp শক্তি এবং 10.8 Nm টর্ক উৎপন্ন করে।
2. সামনে ও পিছনে ড্রাম এবং ডিস্ক ব্রেক অপশনগুলি উপলব্ধ রয়েছে।
3. বাইকটির ওজন 140 কেজি এবং এর ফুয়েল ট্যাঙ্কের ক্ষমতা 11.5 লিটার। বাইকের মাইলেজ প্রায় 50 kmpl।
4. এটির সামনে ফেন্ডার, ট্যাঙ্ক এবং পিছনের কাউলে কার্বন ফাইবার গ্রাফিক্স রয়েছে।
এছাড়াও এতে পিছনের প্যানেল, অ্যালয় হুইল স্ট্রাইপের রঙের গ্রাফিক্স, হেডলাইট কাউল, জ্বালানী ট্যাঙ্ক, কাফন, ইঞ্জিন কাউল-সহ একাধিক আপডেট করা হয়েছে।