টেক নিউজ

নয়া পলিসি নিয়ে হাজির হোয়াটস্‌অ্যাপ, না মানলেই ডিলিট হবে অ্যাকাউন্ট!

Advertisement
Advertisement

হোয়াটস্‌অ্যাপ হাজির হয়েছে নয়া ফিচার্স নিয়ে। একের পর এক পরিবর্তন হয়েই চলেছে এই জনপ্রিয় মেসেজিং অ্যাপে। সম্প্রতি প্রাইভেসি পলিসি আপডেট করেছে ফেসবুকের মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ। সমস্ত ব্যবহারকারীদের এই নতুন পলিসি গ্রহণের জন্য ফেব্রুয়ারী পর্যন্ত সময় দিয়েছে হোয়াটসঅ্যাপ। এই সময়ের মধ্যেই পলিসি ‘Accept’ না করলে ডিলিট হয়ে যাবে হোয়াটস্‌অ্যাপ অ্যাকাউন্ট।

এই নতুন নীতি সমস্ত হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের অবশ্যই গ্রহণ করতে হবে। যদিও ব্যবহারকারীরা এখনো পর্যন্ত ‘Not Now’ এর এর অপশন পাচ্ছেন, তবে কিছুদিন পর থেকে তা আর থাকবে না। ফেসবুক এবং ইনস্টাগ্রামের একত্রীকরণে আরও বেশি জোর দেওয়া হচ্ছে নতুন পলিসিতে।

হোয়াটস্‌অ্যাপ আপডেট করার পর এই নতুন পলিসি সংক্রান্ত কিছু জিনিস লেখা আসবে, তা ভালো করে পড়ে নেওয়া সকলের। যদিও গ্ৰহন করা ছাড়া কোনো বিকল্পও নেই। উল্লেখ্য, চলতি বছরে এইচটিসি ডিজায়ার, এলজি অপটিমাস, মোটোরোলা ড্রয়েড রেজার, স্যামসাং গ্যালাক্সি এসটু সহ বেশ কিছু ফোনে বন্ধ হয়ে গিয়েছে হোয়াটস্‌অ্যাপ। যদিও এখনও ডিভাইসগুলিতে হোয়াটস্‌অ্যাপ কাজ করছে, তবে যে কোনও দিন বন্ধ হয়ে যেতে পারে হোয়াটস্‌অ্যাপ।

সম্প্রতি আর‌ও এক নয়া ফিচার নিয়ে হাজির হয়েছে ফেসবুকের হোয়াটস্‌অ্যাপ। এবার থেকে সকলেই UPI (Unified Payment Interface) মাধ্যমে অনলাইনে টাকা লেনদেন করতে পারবেন নতুন পেমেন্ট ফিচার ‘হোয়াটসঅ্যাপ পে’র মাধ্যমে। ইতিমধ্যেই প্রাথমিক পর্যায়ে হোয়াটসঅ্যাপ পে ব্যবহার করতে পারবেন ২ কোটি মানুষ। দেশে হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীর সংখ্যা প্রায় ৪০ কোটি।

Related Articles