টেক নিউজনিউজ

দুর্দান্ত লুকের সাথে ইলেকট্রিক স্কুটার লঞ্চ করতে চলেছে TVS, থাকছে ১৪৫ কিমি রেঞ্জ সহ অত্যাধুনিক ফিচারস

সব গাড়ি কোম্পানি এখন ঝুঁকছে ইলেকট্রিক গাড়ি বানানো প্রতি। TVS-ও এর অন্যথা নয় গত তিন বছর আগেই ইলেকট্রিক মোটরসাইকেল জগতে পা রেখেছিল TVS. তাদের iQube নামের সেই ব্যাটারি চালিত স্কুটারটির আপডেটেড ভার্সনও এসেছে গত বছর আর এবার সেগুলির সবচেয়ে দামি ST সংস্করণ নিয়ে নতুন ভাবে হাজির হচ্ছে অটো অক্সপো। অনেক নতুন নতুন ফিচারস যুক্ত হয়েছে নয়া 2023 TVS iQube ST সংস্করণে।

নিয়ে আসা হয়েছে ভয়েস অ্যাসিস্ট্যান্ট সহ টায়ার প্রেসার মনিটরিং। ডিজাইনের দিকে আগের মত ক্লিন লুক প্রোফাইল রয়েছে তবে স্পেসিফিকেশনে নিজেকে উন্নত করেছে। এই বৈদ্যুতিক স্কুটারে ৪.৫৬ কিলো ওয়াট আওয়ার যুক্ত লিথিয়াম আইন ব্যাটারি দেওয়া রয়েছে। সংস্থা দাবী করছে এটি পাওয়ার মোডে এক চার্জে ১১০ কিমি ছুটতে সক্ষম হবে তবে নরমাল মোডে হয়ে যাবে ১৪৫ কিমি।

গতিবেগের কথা বললে জানানো হয়েছে এটি এক ঘন্টায় ৮২ কিমি চলতে সক্ষম। তথ্য বলছে এবার এই গাড়ির আরো তাড়াতাড়ি চার্জ করতে সক্ষম হবে। ৯৫০ ওয়াটের চার্জার সহযোগে সময় লাগবে প্রায় চার ঘণ্টা কিন্তু ১৫০০ ওয়াটের ফাস্ট চার্জারে এই সময় কমে দাঁড়াবে দু’ঘণ্টা ৩০ মিনিট। এছাড়াও স্কুটারটিতে দেওয়া হয়েছে ৭ ইঞ্চি টাচ স্ক্রিন যুক্ত ইন্সট্রুমেন্ট কনসোল সঙ্গে রয়েছে ব্লুটুথ সংযুক্তিকরণ, নেভিগেশন সিস্টেম, রাইডিং মোড, কল অ্যালার্ট, চাবি ছাড়া স্টার্ট দেওয়ার ব্যবস্থা ক্রুজ কন্ট্রোল ইত‍্যাদি।

পাশাপাশি নতুন আই কিউব এসটির সর্বত্র এলইডি লাইটের ব্যবহার চোখে পড়ে। এমনকি সাসপেন্স এর দায়িত্ব সামলানোর জন্য দেওয়া হয়েছে টেলিস্কোপিক ফর্ক, টুইন শক অ্যাবজর্ভার।জানা যাচ্ছে বর্তমানে ভারতের বাজারে টিভিএস আইকিউব মডেলটি তিনটি ভারিয়েন্টে পাওয়া যাবে-স্ট‍্যান্ডার্ড, S, ST. তবে টপ মডেল এসটি অধিক দূরত্ব চলতে পারে। ST কবে লঞ্চ হবে সে বিষয়ে এখনো জানা যায়নি।