Advertisements

রূপে-গুণে সবেতেই লা জবাব! বাজেট সামান্য বেশি হলে আপনার জন্য সেরা এই ৫টি বাইক

Advertisements

তরুণ প্রজন্মের কাছে দিন দিন চাহিদা বেড়েই চলেছে প্রিমিয়াম মোটরসাইকেলের। ফিচার, স্টাইল, গতির জন্য আপাতত বেশ জনপ্রিয় হয়ে উঠছে এই ধরনের বাইকগুলি। আর এই চাহিদার কথা মাথায় রেখেই কয়েকটি ব্র্যান্ড বেশ শক্তিশালী ইঞ্জিনের প্রিমিয়াম বাইক তৈরির দিকে মনোনিবেশ করেছে। আজ রইল এমনই চার প্রিমিয়াম বাইকের সন্ধান-

TVS Aparche RTR 310- গত কয়েক মাস ধরেই চর্চায় ছিল সংস্থার ৩০০সিসির এই নতুন মোটরসাইকেলটি। এন্ট্রি লেভেলের এই নেকেড বাইকটি গতকালই লঞ্চ হয়েছে। যাতে থাকবে ৩১২.৭ সিসির রিভার্স ইনক্লাইন্ড সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন আর এর থেকে থেকে আউটপুটের পরিমাণ ৩৪ বিএইচপি শক্তি এবং ২৭.৩ এমএম টর্ক। সাসপেনশন সেটআপ হিসাবে দেওয়া হয়েছে নন এডজাস্টেবল ইউএসডি ফর্ক এবং প্রিলোড এডজাস্টেবল মনোশক সাসপেনশন।

KTM 390 Duke- সেপ্টেম্বরের শেষেই কেটিএম ভারতে আনতে পারে 390 Dukeএর নয়া সংস্করণ। স্টাইল, এলইডি হেডলাইট, ডিম্বাকৃতির ডিএলআর এ সমস্ত কিছুতেই থাকবে নতুনত্বের ছোঁয়া। ডিজাইন ও লুক দুটো দিকেই তরুণ প্রজন্মের মন মাতাবে এই বাইক।

স্ট্রিট ফাইটার হিসাবে ৩৯০ ডিউক বরাবর অ্যাগ্রেসিভ। আসন্ন এই বাইকে দেওয়া হবে ৩৯৯ সিসির লিকুইড কুল্ড সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন দেওয়া হয়েছে। যা থেকে উৎপাদিত আউটপুটের পরিমাণ ৪৪.২৫ বিএইচপি শক্তি এবং ৩৯nm টর্ক।

APRILIA RS440- ডিজাইনের কথা বললে এতে আন্ডারবেলি এগজস্টের দেখা মিলেছে যা ডিজাইনের শোভা অনেকাংশে বাড়িয়েছে। বাইকটিতে এগিয়ে চলার শক্তি যোগাতে ৪৪০ সিসি প্যারালাল ইঞ্জিন দেওয়া হয়েছে যা থেকে শক্তি উৎপন্ন হয় 48 বিএইচপি। ইঞ্জিনের সাথে সংযুক্ত থাকছে ৬ স্পিড গিয়ার বক্স। আজকে লঞ্চ হতে চলা এই বাইকের দাম রাখা হতে পারে ৩.৫০ থেকে ৪ লাখ টাকার মধ্যে।

Royal Enfield Himalayan 450- 1St November আত্মপ্রকাশ করতে চলা এই বাইকে ব্যবহার করা হবে লিকুইড কুলিং প্রযুক্তি সম্বলিত ৪৫০ সিসি ইঞ্জিন। যা থেকে উৎপাদিত শক্তির পরিমাণ ৪০ বিএইচপি আর ৪০ এনএম টর্ক। এর আনুমানিক মূল্য 2.50লাখ টাকা।

Related Articles