অনেকেরই চাহিদা থাকে একটা মোটামুটি দামে ভালো ফোন যার মাধ্যমে বিভিন্ন কাজও হবে আবার ভালো ক্যামেরাও থাকবে। আপনিও যদি এই দলেই থাকেন আর আপনার বাজেট যদি থাকে দশ হাজারের মধ্যে তাহলে এই প্রতিবেদন আপনার জন্য। আজকে আমরা স্যামসাংয়ের এমন কয়েকটি ফোনের কথা বলব যার দামও সাধ্যের মধ্যে আবার ফোন হবে ফিচার্সসমৃদ্ধ।
Samsung Galaxy M04- ৮৪৯৯ টাকার এই ফোনটিতে ফিচারস হিসাবে পাবেন 6.5 ইঞ্চি এলসিডি এইচডি প্লাস ডিসপ্লে, মিডিয়াটেক হেলিও পি৩৫ অক্টাকোর প্রসেসর। এছাড়াও স্টোরেজের কথা বলে এটা রয়েছে ৮ gb ram. সব থেকে আকর্ষণীয় এর ব্যাটারি লংজিবিটি। দাম কম হলেও এতে রয়েছে 5000mah ব্যাটারি। এছাড়াও ফটোগ্রাফির জন্য মিলবে ১৩ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা যুক্ত ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ। সাথে 5 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা।
Samsung Galaxy F04- ৮৪৯৯ টাকার এই ফোনটিতেও ফিচারস হিসাবে পাবেন 6.5 ইঞ্চি এলসিডি এইচডি প্লাস ডিসপ্লে, অক্টাকোর প্রসেসর। এছাড়াও স্টোরেজের কথা বলে এটতে রয়েছে 4 gb ram 64 GB storage. সঙ্গে 5000mah ব্যাটারি। ফটোগ্রাফির জন্য মিলবে ১৩ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা যুক্ত ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ। সাথে 5 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা।
Samsung Galaxy A04e- এই ফোনটির দাম পড়বে ৯৯৯৯ টাকা। ফিচার্সের কথা বললে এতেও পাবেন 6.5 ইঞ্চি এলসিডি এইচডি প্লাস পিএলএস ডিসপ্লে, 5000mah ব্যাটারি, 3gb ram 64 GB storage. এতেও দেখা যাবে ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ। তারমধ্যে পাবেন ১৩ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা ৫ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। কানেক্টিভিটির জন্য ইউএসবি টাইপ সি পোর্ট, জিপিএস, গ্লোনাস, ইত্যাদি ফিচার্স মিলবে।
Samsung Galaxy A03S- এই ফোনটিরও দাম পড়বে ৯৯৯৯ টাকা। ফিচার্সের কথা বললে এতে পাবেন 6.5 ইঞ্চি এলসিডি এইচডি প্লাস পিএলএস ডিসপ্লে, 5000mah ব্যাটারি, 3gb ram 32 GB storage. সাথে থাকবে ১৩ মেগাপিক্সেলের প্রাইমারি রিয়ার ক্যামেরা সহ ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ। এবং পাঁচ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। ফোনটিতে প্রক্সিমিটি সেন্সরের মত অপশনও থাকবে।