টেক নিউজনিউজ

হেসেখেলে বসতে পারবেন ১০ জন, সস্তার Tata Magic এবার লঞ্চ করবে ইলেকট্রিক ভার্সনে

Tata Motors দেশের শ্রেষ্ঠ গাড়ি কোম্পানিগুলির মধ‍্যে অন‍্যতম। এই কোম্পানির গাড়ি ভালোবাসেন না এমন আরোহী খুঁজে পাওয়া দুস্কর। আর এই কোম্পানির এক জনপ্রিয় টেন সিটার গাড়ি টাটা ম্যাজিক (Tata Magic)। সম্প্রতি এবার এই জনপ্রিয় গাড়ি আসতে চলেছে ইলেকট্রিক ভার্সনে। ইতিমধ্যে নয়ডার Auto Expo 2023 এ টেন সিটের গাড়িটির পর্দা উন্মোচিত হয়েছে। কমার্শিয়াল ভেহিকেল হিসেবে প্যাসেঞ্জার সেগমেন্টে বেশ কয়েক বছর ধরেই সফল গাড়ি ছিল TATA MAGIC. এখন মনে করা হচ্ছে Magic EV লঞ্চ হলে তা জিরো এমিশন মোবিলিটি অফার করবে।

গাড়িটির রেঞ্জ ও ব‍্যাটারি- জিরো এমিশন মোবিলিটির জগতে বেঞ্চমার্ক সেট করতে সক্ষম ১০ সিটারের এই ইলেকট্রিক গাড়িতে রয়েছে advanced ব্যাটারি কুলিং সিস্টেম, IP 67 রেটেড ওয়াটার অ্যান্ড ডাস্ট প্রুফ ড্রাইভিং পার্ট।

জানা গেছে গাড়িটির ব্যাটারি ক্যাপাসিটি 14-20 Kwh. এটি ৯০ থেকে ১১৫ এনএম টর্ক ডেলিভার করতে পারে। এছাড়াও সিঙ্গেল স্পিড ট্রান্সমিশনের এর সাথে পেয়ার আপ করা হয়েছে এর ইঞ্জিন। দেওয়া হয়েছে এলিপলিটিক্যাল লিফ স্প্রিং সাসপেনশন সিস্টেম। বিভিন্ন ধরনের চার্জিং ক্ষমতা রয়েছে এই ইলেকট্রিক ভেহিকেলে। স্ট্যান্ডার্ড চার্জিং-এ গাড়িতে চার্জ হয়ে যাবে 6-6.5 ঘণ্টায়।

আর যদি ফাস্ট চার্জিং ব্যবহার করা হয় তাহলে ফুল চার্জ হবে 1.1-1.7 ঘন্টায়। আর একবার চার্জ হলে গাড়িটি 140 কিলোমিটার পর্যন্ত রেঞ্জ দিতে। সক্ষম হবে এছাড়া গাড়িটির কিছু অনবোর্ড ফিচার সামনে এসেছে যেখান থেকে জানা গেছে এতে দেওয়া হয়েছে ৭ ইঞ্চির TFT ইনফোটেইনমেন্ট সিস্টেম, ভয়েস অ্যাসিস্ট ও রিভার্স ক‍্যামেরা। তবে হ্যাঁ গাড়িটির দাম সম্পর্কে এখনো কোনো তথ্য সামনে আসেনি। মনে করা হচ্ছে চলতি বছরের শেষে গাড়িটি লঞ্চ হতে পারে।