মাত্র 11 হাজার টাকা দিয়ে বাড়িতে নিয়ে আসুন “Royal Enfield”র জবরদস্ত এই বাইক, কীভাবে পাবেন? জানুন বিস্তারিত

ভারতীয় বাজারে ‘রয়্যাল এনফিল্ড’এর কী পরিমাণ রমরমা রয়েছে তা আমরা সকলেই জানি। দীর্ঘ সময় ধরে তারা মোটরবাইকের বাজার দখল করে রেখেছে। সময়ের সাথে সাথে বিভিন্ন ফিচারের বাইক নিয়ে এসেছে গ্রাহকদের জন্য। আর সবথেকে বেশি জনপ্রিয়তা লাভ করেছে যে বাইকটি সেটি হলো ‘রয়্যাল এনফিল্ড ৩৫০।’
যে কোনো বয়সের গ্রাহকদের কাছে প্রথম পছন্দ এই ক্লাসিক ৩৫০ মডেলটি।এতে রয়েছে ৩৪৯ cc সিঙ্গেল-সিলিন্ডার যা DOHC ইঞ্জিন দ্বারা চালিত। যেটি ৬১০০ rpm-এ ২০.২ bhp শক্তি এবং ৪০০০ rpm-এ ২৭ Nm পিক টর্ক জেনারেট করে৷
যদিও এই বাইকের এক্স-শোরুম মূল্য ১.৯০ লক্ষ টাকা থেকে ২.২১ লক্ষ টাকা পর্যন্ত। তবে জানিয়ে রাখা ভালো এই বাইক মাত্র ১১ হাজার টাকায় বাড়ি নিয়ে আসতে পারবেন। কীভাবে? আসুন জেনে নেওয়া যাক।
আসলে ফাইন্যান্সের মাধ্যমে এই সুবিধা পাওয়া যাবে। ডাউনপেমেন্ট হিসেবে আপনাকে দিতে হবে ১১ হাজার টাকা। এরপর বাকি ৯০ শতাংশ ফাইন্যান্স করা যাবে। সেক্ষেত্রে প্রত্যেক মাসে ৪,৫৫৭ টাকা করে ৬০ মাস অর্থাৎ ৫ বছরে আপনি সম্পূর্ণ টাকা শোধ করতে পারবেন।