সারা বিশ্ববাজারে ইলেকট্রিক চালিত যানবাহনের চাহিদা উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। যার কারনে ভারতীয় মার্কেটেও ইলেকট্রিক চালিত যানবাহনের চাহিদা বেড়েছে। এর ফলে বিভিন্ন ইলেকট্রিক যানবাহন প্রস্তুতকারী কোম্পানিগুলি তাদের নিত্যনতুন মডেল লঞ্চ করে চলেছে মার্কেটে। আর এই নিয়ে বিভিন্ন কোম্পানিদের মধ্যে চলছে ইঁদুর দৌড়, চলছে বিভিন্ন কোম্পানির মধ্যে অন্তর্দ্বন্দ্ব।
কিছুদিন আগে ভারতীয় কোম্পানি টাটা ঘোষণা করেছিল মার্কেটে তাদের ন্যানো গাড়ি পুনরায় ইলেকট্রিক ভার্সানে লঞ্চ করবার কথা। কিন্তু এরই মাঝে চীনের একটি কোম্পানি লঞ্চ করলো, ন্যানো থেকেও ছোট আকারের গাড়ি। যা ন্যানোর মতোই দেখতে। ইতিমধ্যে এই গাড়িটি লঞ্চ হওয়ার পূর্বে এর লুক লোক জনসমক্ষে এসেছে। তবে লুক ছাড়া এই গাড়ির সম্বন্ধিত বিস্তারিত তথ্য এখনো পর্যন্ত সেভাবে জানায়নি কোম্পানি।
চীনে লঞ্চ হওয়া এই গাড়িটির নাম “জিলি পান্ডা”। এই গাড়িটি ডিজাইন করেছে চীনের কোম্পানি জিলি। তবে সূত্রের খবর অনুযায়ী এই গাড়ির স্পেসিফিকেশন হিসেবে জানা গেছে এর দৈর্ঘ্য ১২০.৬ ইঞ্চি এবং উচ্চতা ৭৯.৩ ইঞ্চি। এর মোটরের ক্ষমতা ৩০kw। এই গাড়িটির রেঞ্জ সম্পর্কে জানা গেছে এটি বিভিন্ন গতিতে প্রায় 200 থেকে 300 কিলোমিটার পর্যন্ত রেঞ্জ দিতে পারবে।
টাটা কোম্পানি বহুদিন আগেই ভারতীয় মার্কেটের কথা মাথায় রেখে ইলেকট্রিক চালিত ন্যানো গাড়ি লঞ্চ করবার কথা ভেবেছিল, যাতে প্রতিটি সাধারণ মানুষের গাড়ির স্বপ্ন পূরণ হতে পারে। তবে তার আগেই চীনের “জিলি পান্ডা” লঞ্চ হওয়ায় এটি মার্কেটে কেমন প্রভাব ফেলবে তা বোঝা যাচ্ছেনা। যদিও এই গাড়িটির দাম সম্পর্কে এখনো সেভাবে কিছু জানা যায়নি। তবে অনুমান করা হচ্ছে এই গাড়িটির দাম কয়েক লক্ষ টাকা হতে পারে।