টেক নিউজনিউজ

দিন শেষ জনপ্রিয় Creta-র, এবার বাজারে জনপ্রিয়তার দখল নিতে লঞ্চ করলো টাটার নতুন Black Bird

ভারতীয় পরিবাহক নির্মাতা কোম্পানি হিসেবে টাটা মোটরস রয়েছে দেশের শীর্ষে। দিনকে দিন বেড়েই চলেছে টাটা কোম্পানির একাধিক গাড়ির বিক্রি। পরিসংখ্যান বলছে ২০২২ সালেই অনেকটা এগিয়ে গিয়েছে টাটা, ২০২১ সালের তুলনায় চলতে বছর জানুয়ারিতেই কোম্পানির গাড়ি বিক্রি বেড়েছিল ২৭ শতাংশ। এবার ফের ভারতের বাজারে নিজেকে আরও এগিয়ে যাওয়ার জন্য নতুন পরিকল্পনা করে ফেলেছে টাটা মোটরস। যেখানে কোম্পানি এসইউভি গাড়ি চালু করার কাজ করছে।

বর্তমানে এসইউভি গাড়ি honda এর Creta কম দামে রাজ করছে কিন্তু তাদের একচেটিয়া জনপ্রিয়তার দখল নিতে হাজির হয়েছে Tata -এর কালো পাখি। মনে করা হচ্ছে এবার টাটার দাপটে Creta এর রাজত্বের অবসান ঘটতে চলেছে‌। সাম্প্রতিক মিডিয়া রিপোর্ট থেকে জানা যাচ্ছে এই মুহূর্তে টাটা তাদের নয়া New Blackbird Suv লঞ্চ করতে চলেছে। এই গাড়ি যেমন লুকে স্টাইলিশ হচ্ছে তেমনি পাওয়া যাবে একাধিক নিত‍্যনতুন ফিচার্স।

Tata New Blackbird Suv-এর বৈশিষ্ট্য- টাটা মোটর্সের এই কম্প্যাক্ট এসইউভি ব্ল‍্যাকবার্ডের কথা বলতে গেলে এর দৈর্ঘ্য হবে ৪.৩ মিটার। এর হুইলবেস ৫০ মিমি বাড়তে পারে।

ইঞ্জিনের কথা বলতে গেলে গাড়িতে দেড় লিটার পেট্রল এবং দেড় লিটার ডিজেল ইঞ্জিন বিকল্প আছে। যেটিতে একটি চার সিলিন্ডার পেট্রোল ইঞ্জিন পাওয়া যাচ্ছে যা সর্বোচ্চ 160 hp পাওয়ার আউটপুট দিতে পারে। দেড় লিটার Revotorq ডিজেল ইঞ্জিন রয়েছে এই গাড়িতে অন্যদিকে আরও শক্তি এবং tork আউটপুট প্রদানের জন্য আপগ্রেড করা হবে এই গাড়ির ইঞ্জিন।

আর সর্বোপরি গাড়িটির বেশ মডেলের দামও কিন্তু 10 লাখ, যা এই সেগমেন্ট অন্যান্য কোম্পানির সাথে প্রতিযোগিতা করতে পারবে বলেই মনে করা হচ্ছে।