এবার বার্ষিক প্রিপেইড প্ল্যানে আরো বেশি দিনের সুবিধা আনতে চলেছে জনপ্রিয় টেলিকম সংস্থা ‘রিলায়েন্স জিও’। টেলিকম ইন্ডাস্ট্রিতে বিপ্লব এনেছে এই সংস্থা। এতো কম দামে তারা ডেটা ও কলিংয়ের সুবিধা দিয়েছে যা অন্য কোনো সংস্থা কল্পনাও করতে পারেনি।
এমনকি ধীরে ধীরে তাদেরও সেই পথেই হাঁটতে হয়েছে। তবে সাম্প্রতিক সময়ে এমন একটি নিয়ম এসেছে, যার ফলে প্রত্যেক মাসেই মোবাইল রিচার্জ করতে হয়। এই ঝামেলা থেকে বাঁচতে অনেকেই বার্ষিক প্রিপেইড প্ল্যানগুলি বেছে নেন।
সেই বার্ষিক প্ল্যানেই এবার বাড়তি সুবিধা এনেছে সংস্থা। কারণ, সেখানে আরো ২৩ দিনের বৈধতা বাড়ানো হয়েছে। অর্থাৎ ৩৬৫ দিনের বদলে ৩৮৮ দিনের সুবিধা পাবেন গ্রাহকরা। আসুন তাহলে এই প্ল্যান সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক।
২,৯৯৯ টাকার এই প্ল্যানে পাওয়া যায়- প্রতিদিন ২.৫ জিবি ডেটা + আনলিমিটেড কলিং এবং প্রতিদিন ১০০ টি এসএমএস। একইসাথে আরো ৭৫ জিবি ডেটা। শুধু তাই নয় এর সাথে রয়েছে Jio TV, Jio Cinema, Jio Security এবং Jio Cloud-এর বিনামূল্যে সাবস্ক্রিপশন। নতুন প্ল্যানের আওতায় এইসব সুবিধাই আরো ২৩ দিনের জন্য পাওয়া যাবে।