টেক নিউজনিউজ

দশ হাত দূরে থাকবে হ্যাকাররা! Google Chrome-এ অন করে রাখুন এই সেটিংস

সময়ের সাথে সাথে ইন্টারনেটের ব্যবহার বেড়ে গিয়েছে বহুমাত্রায়। আর এই ইন্টারনেটের মধ্যে সবথেকে বেশি ব্যবহৃত হয় ‘গুগল ক্রোম ব্রাউজার’। যার ফলে সেখানে হ্যাকিংয়ের সম্ভাবনাও অনেকটাই বেশি। তবে এতে এমন কিছু সেটিংস রয়েছে যা অন করলে হ্যাকাররা কোনভাবেই কিছু করতে পারবে না। আজ আমরা সেইসব ফিচারগুলি সম্পর্কেই আলোচনা করবো।

১. সুরক্ষিতভাবে ব্রাউজিংয়ের জন্য এতে রয়েছে ইনকগনিটো মোড। অনেকেই এটি ব্যবহার করে থাকেন। এই মোডে ফিঙ্গারপ্রিন্ট অথবা ফেস আনলক এনাবেল করা সম্ভব। ক্রোম ব্রাউজারে গিয়ে সেটিংস ওপেন করে এই অপশন এনাবেল করতে হয়।

২. ব্যবহারকারীদের সুরক্ষা ও গোপনীয়তা বজায় রাখতে একাধিক ফিচার রয়েছে গুগল ক্রোমে। তার জন্য সেটিংসে গিয়ে ‘প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি’ ট্যাব ওপেন করার পর সেফ ব্রাউজিংয়ের বিভিন্ন অপশন রয়েছে।

৩. যদি সুরক্ষায় কোনো গাফিলতি থাকে তাহলে নিজে থেকে জানিয়ে দেয় গুগল ক্রোম। তার জন্য বিশেষ সেফটি চেক ফিচার রয়েছে ব্রাউজারে। যদি কোনো ক্ষতিকর এক্সটেনশন ইনস্টল করা হয় বা সুরক্ষায় কোনো সমস্যা দেখা দেয় তাহলে এই ফিচার জানিয়ে দেয়।

৪. ব্রাউজিংয়ে ডেটা ক্লিয়ার করলে একদিকে যেমন ব্রাউজারের স্পিড বাড়ে অন্যদিকে সুরক্ষার দিকটিও বজায় থাকে। ক্রোম ব্রাউজারে সেটিংসে গিয়ে কুকিস ও ক্যাশ মেমরি ডিলিট করতে হয়।

৫. গুগল পাসওয়ার্ড ম্যানেজার ব্যবহার করে পাসওয়ার্ড সেভ করা সম্ভব। তেমনি সেভ থাকা সব পাসওয়ার্ড নির্দিষ্ট ওয়েবসাইটে অটোফিল করা যায়। চাইলে নিজের গুগল একাউন্টের মাধ্যমে সিঙ্ক করে বিভিন্ন ডিভাইসে নির্দিষ্ট পাসওয়ার্ড দেওয়া যায়।

৬. সুরক্ষিত কানেকশনের জন্য ক্রোম ব্রাউজারে সব সময় ‘https’ চালু করে ব্রাউজিং আরো সুরক্ষিত করতে পারেন। যার জন্য ক্রোম ব্রাউজারে সেটিংস ওপেন করে ‘প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি’ ট্যাব থেকে অলওয়েস ইউজ সিকিওর কানেকশন অপশন এনাবেল করতে হয়।