ইউক্রেন-রাশিয়া যুদ্ধের মধ্যেই বড়সড় সিদ্ধান্ত নিল SBI!

মাত্র কয়েকদিনেই বদলে গেছে ইউক্রেনের চেহারা। রুশ আক্রমনে বিদ্ধস্ত ইউক্রেন। কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে খার্ভিক সহ পূর্বের একাধিক শহর। ইউক্রেন যুদ্ধ যত বাড়ছে তত বাড়ছে তৃতীয় বিশ্বযুদ্ধের আশঙ্কার কথা। অষ্টম দিনে এসেও চলছে যুদ্ধ আর তারমাঝেই এক গুরুতর সিদ্ধান্ত নিল এসবিআই। এসবিআই এর তরফ থেকে জানিয়ে দেওয়া হলো পশ্চিমী দুনিয়ার ও মার্কিন নিষেধাজ্ঞার কোপে থাকা সংস্থাগুলির কোনরকম লেনদেন প্রসেসিং করা হবে না।
শীঘ্রই এ মর্মে একটি নোটিফিকেশন জারি করতে চলেছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। কিন্তু দেশের সবচেয়ে বড় রাষ্ট্রায়ত্ত ব্যাংকের তরফ থেকে কেন এই ধরনের গুরুতর সিদ্ধান্ত নেওয়া হলো! আদপে কি বলা হয়েছে এই বিবৃতিতে!
ব্যাংকের তরফে বলা হয়েছে আমেরিকা ইউরোপীয় ইউনিয়ন বা রাষ্ট্রসঙ্ঘের চাপানো নিষেধাজ্ঞার তালিকায় থাকা সংস্থাগুলির কোন লেনদেনকে প্রসেসিং করা হবে না। যে কারেন্সি তেই এই লেনদেন হোক না কেন তা পুরোপুরি নিষিদ্ধ করা হবে।
অর্থাৎ যে রাশিয়ান সংস্থা গুলির উপর আন্তর্জাতিক নিষেধাজ্ঞা রয়েছে সেগুলির লেনদেন বন্ধ করেছে এসবিআই। এই নিয়ে ইতিমধ্যে সার্কুলেশন জারি করে ফেলেছে। সূত্রের দাবি অনুযায়ী নিষেধাজ্ঞার প্রভাব এসবিআই এর উপর পড়তে পারে বলেই এমন আশঙ্কাতে এই সিদ্ধান্ত নিয়েছে ব্যাংক।
প্রসঙ্গত এসবিআই মস্কোতে ‘commercial indo Bank LIC’ নামে একটি যৌথ উদ্যোগ চালায় যার অংশীদারিত্বে রয়েছেন canara bank ও. যদিও স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এ বিষয়ে কোনো মন্তব্য করেনি।