টেক নিউজনিউজ

ফেব্রুয়ারিতে লঞ্চ হতে চলেছে Samsung-র S সিরিজের এই দুর্দান্ত স্মার্টফোন, থাকবে নজরকাড়া ফিচারস

সময়ের সাথে সাথে স্মার্টফোনের ব্যবহার ক্রমাগত বেড়েই চলেছে। সেই দিকটি মাথায় রেখে বিভিন্ন স্মার্টফোন নির্মাণকারী সংস্থা গ্রাহকদের জন্য নানান ফিচারের স্মার্টফোন নিয়ে আসে। সেই তালিকাতে প্রথম দিকেই নাম রয়েছে ‘Samsung’। ইতিমধ্যে তারা গ্রাহকদের চাহিদার কথা মাথায় রেখে একাধিক স্মার্টফোন নিয়ে এসেছে। সেরকমই ১লা ফেব্রুয়ারী তারা তাদের নতুন স্মার্টফোন ‘Galaxy S Series’কে লঞ্চ করবে।

জানা গিয়েছে, সংস্থার তরফ থেকে সোশ্যাল মিডিয়া পেজে লাইভ স্ট্রিমিং করা হবে ফোন লঞ্চের। এই সিরিজে ‘Samsung Galaxy S23’, ‘Samsung Galaxy S23 Plus’ এবং ‘Samsung Galaxy S23 Ultra’ এই তিনটি স্মার্টফোন লঞ্চ হতে চলেছে। অন্যদিকে ‘Samsung Galaxy S23’ সিরিজের প্রি-বুক করলে 5,000 টাকা পর্যন্ত ছাড় পাওয়া যাবে।

আসুন তাহলে জেনে নেওয়া যাক ফোনের কিছু ফিচার সম্পর্কে-

1. এতে 6.8 ইঞ্চির ডিসপ্লে থাকতে পারে বলে মনে করা হচ্ছে।

2. স্মার্টফোনগুলির সিরিজ মূলত Qualcomm Snapdragon 8 Gen 2 প্রসেসর দিয়ে সজ্জিত রয়েছে।

3. ক্যামেরায় থাকছে 200 MP-র প্রধান ক্যামেরা। এছাড়া সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য একটি 40 MP-র ক্যামেরা।

4. এই ফোনে একটি 5000 mAh-এর ব্যাটারী দেওয়া হয়েছে।