অবশেষে বাইকপ্রেমীদের দীর্ঘ অপেক্ষার অবসান ঘটলো। কারণ, ভারতের বাজারে লঞ্চ হয়ে গেল বহু প্রতীক্ষিত ক্রুজার বাইক ‘Super Meteor 650’। সমস্ত বাইক-প্রেমীদের কাছে ‘রয়্যাল এনফিল্ড’ নিয়ে কী পরিমাণ উত্তেজনা রয়েছে তা আমরা সকলেই জানি। বিশেষ করে ভারতীয় গ্রাহকদের কাছে এই বাইকের জনপ্রিয়তা নিয়ে আলাদা করে কিছু বলার অপেক্ষা রাখে না। গত বছরের নভেম্বর মাসে আয়োজিত মিলান মোটরসাইকেল শো’তে ‘Super Meteor 650’এর প্রথম ঝলক দেখিয়েছিল সংস্থা।
নতুন বছরের শুরুতে এবার সেটিই লঞ্চ হলো ভারতের বাজারে। আসুন তাহলে জেনে নেওয়া যাক এই বাইকের ফিচার এবং দাম সম্পর্কে।
1. এতে ব্যবহার করা হয়েছে 648 সিসির প্যারালাল টুইন ইঞ্জিন। যা সর্বোচ্চ 46.7 bhp শক্তি এবং 52.3 nm টর্ক উৎপাদন করতে সক্ষম।
2. বাইকটিতে প্রথমবারের জন্য Showa থেকে নেওয়া ইউএসডি ফর্ক এবং ডুয়েল শক অ্যাবজর্ভার ব্যবহার করা হয়েছে। এই সাসপেনশনকে দৃঢ় করার জন্য একটি অতিরিক্ত সিলিন্ডার হেডমাউন্ট যুক্ত করা হয়েছে।
3. ইন্টারসেপ্টর 650’এর তুলনায় এর হুইলবেস 100 কিমি পর্যন্ত বর্ধিত হয়েছে। 19 ইঞ্চির অ্যালয় হুইল থাকলেও পিছনে রয়েছে 16 ইঞ্চির অ্যালয় হুইল। বাইকটির সিটের উচ্চতা 740মিমি, যা বেশিরভাগ রাইডারদের জন্য বেশ সুবিধাজনক।
4. এর অন্যান্য আকর্ষণীয় বৈশিষ্ট্যের মধ্যে রয়েছে অ্যাডজাস্টেবল ক্লাচ ও ব্রেক লিভার, ডিজিটাল ডিসপ্লে, অ্যানালগ ইন্সট্রুমেন্ট কনসোল, ট্রিপার নেভিগেশন সিস্টেম, ইউএসবি চার্জিং, এলইডি হেডলাইট। একইসাথে রয়েছে 15.4 লিটারের ফুয়েল ট্যাঙ্ক।
দাম: এই বাইকের বেস ভার্সন ‘Astral’ এর এক্স-শোরুম দাম রাখা হয়েছে 3.49 লাখ টাকা। অন্যদিকে মাঝামাঝি থাকা ‘Interstellar’ ও টপ ভ্যারিয়েন্ট ‘Celestial’ ভ্যারিয়েন্টের দাম যথাক্রমে 3.64 লাখ টাকা ও 3.79 লাখ টাকা।