টেক নিউজনিউজ

নজর কাড়া লুকের সাথে Royal Enfield লঞ্চ করছে নতুন বাইক Sherpa 650, জেনে নিন দাম ও ফিচারস

জনপ্রিয় মোটরবাইক নির্মাণকারী সংস্থা ‘রয়্যাল এনফিল্ড’ আরও বেশ কয়েকটি মডেল নিয়ে এলো গ্রাহকদের জন্য। আসলে বেশ কিছুদিন ধরেই ৬৫০ সিসির বেশ কয়েকটি মডেল তৈরির কাজ চলছে জোরকদমে। যেগুলি এদেশের পাশাপাশি আন্তর্জাতিক বাজারেও লঞ্চ করা হবে। সেই সেগমেন্টে আরো নতুন মডেল আনার খবর সামনে এসেছে।

আসলে এই সংস্থার তরফ থেকে ৪৫০সিসি ও ৩৫০সিসির অনেক রকমের বাইকে আপডেট আনায় জোর দেওয়া হয়েছে। আর এরমধ্যেই সংস্থার পোর্টফোলিওতে আনা হয়েছে ৬৫০ সিসির দুটি বাইক। যথাক্রমে Royal Enfield Interceptor 650 ও Continental GT 650। ৬৫০ সিসির তৃতীয় মডেল হিসেবে এই মাসেই হাজির হয়েছে Super Meteor 650 ক্রুজার বাইক। যেটির দাম রাখা হতে পারে ৪ লক্ষ টাকা।

এখানেই শেষ নয় ৬৫০ সিসির পোর্টফোলিওতে একটি বুলেট-থিমের এন্ট্রি-লেভেল ৬৫০, একটি ক্লাসিক-স্টাইলের, একটি অ্যাডভেঞ্চার টুরিং, একটি ফেয়ার্ড ক্যাফে রেসার, একটি স্ক্র্যাম্বলার ও একটি রেট্রো ভার্সন আনার পরিকল্পনা করছে তারা। একইসাথে ২০২৪ সালে লঞ্চ করা হতে পারে হিমালয়ান ৬৫০-এর হার্ডকোর ভার্সন এবং SG ৬৫০ কনসেপ্ট মডেল। একাধিকবার পরীক্ষা চলাকালীন রাস্তায় দেখা মিলেছে রয়্যাল এনফিল্ড স্ক্র্যাম্বলার স্টাইলের ৬৫০ সিসির বাইকের।

যেটি Royal Enfield Sherpa 650 নাম নিয়ে বাজারে আসতে পারে। এর সাথে মিল লক্ষ্য করা যাবে Interceptor 650-এর। যেখানে ব্যবহার করা হবে সামনে ইউএসডি ফর্ক এবং পেছনে ডুয়েল শক অ্যাবসর্বার। এছাড়া যে সমস্ত ছবিগুলি প্রকাশ্যে এসেছে তা দেখে বোঝা গিয়েছে এতে রাখা হবে টু-ইন-ওয়ান এগজস্ট সিস্টেম, একটি কম্প্যাক্ট রিয়ার এন্ড ও চওড়া টায়ার। আগামী বছর এটি আনুষ্ঠানিকভাবে লঞ্চ করা হবে বলে মনে করা হচ্ছে।