প্রতিনিয়ত বেড়ে চলেছে পেট্রোল-ডিজেলের দাম আর তাই মধ্যবিত্ত মানুষ ঝুঁকছে পরিবেশ বান্ধব গাড়ি বাইকের প্রতি। এই কারণেই দিনদিন চাহিদা বাড়ছে ইলেকট্রিক গাড়ির। ইতিমধ্যে অনেক টু-হুইলার সংস্থা ইলেকট্রিক গাড়ি লঞ্চ করেছে আর এবার সেই তালিকা থেকে বাদ যাচ্ছে না এই মুহূর্তে সবথেকে জনপ্রিয় বাইক কোম্পানি রয়্যাল এনফিল্ড। এই সংস্থাও সম্প্রতি নিজেদের নতুন বাইকের অপেক্ষায় থাকা গ্রাহকদের জন্য সুখবর নিয়ে এসেছে।
ইতিমধ্যে জনপ্রিয় এই কোম্পানির ইলেকট্রিক ক্রুজার বাইকের ছবি সামনে এসেছে। তারমধ্যে আবার নয়া খবর যে হিমালয়ান এর ইলেকট্রনিক ভার্সনও সেই তালিকাতেই রয়েছে। এদিকে রয়্যাল এনফিল্ডের মূল সংস্থা আইশার মোটরস জনপ্রিয় স্প্যানিশ বৈদ্যুতিক মোটরসাইকেল কোম্পানি স্টার্ক ফিউচির এসএল এ লগ্নি করছে। যা বৈদ্যুতিক টু হুইলারের বাজারে Classic 350 এর নিশ্চিত আগমনের বার্তা দিচ্ছে।
নতুন বছরে একটি বিবৃতি প্রকাশ করা হয়েছে যেখানে জানানো হয়েছে প্রাথমিক পর্যায়ে আইশার মোটরস 5কোটি পাউন্ড বা ৪৩৯ কোটি টাকার বিনিয়োগ করতে চলেছে। এই লগ্নির ফলে ইউরোপীয় সংস্থাটির 10.35 শতাংশের মালিকানা পাবে তারা। এছাড়াও স্টার্ক ফিউচার বোর্ডে প্রতিনিধিত্ব করতে পারবে আইশার।
চুক্তির শর্তগুলিও সামনে এসেছে, যে চুক্তি করা হয়েছে তার শর্ত অনুযায়ী দুই সংস্থা দীর্ঘদিন নিজেদের মধ্যে ইলেকট্রিক মোটরসাইকেল তৈরির প্রযুক্তি গবেষণা ও উন্নয়নের কৌশল ও কারিগরি ছাড়পত্র নিজেদের মধ্যে বিনিময় করতে পারবে। এমনকি অদূর ভবিষ্যতে তারা নিজেদের মধ্যে ইলেকট্রিক ভেহিকেল আর্কিটেকচার শেয়ার করতে পারে।
আয়েশার মোটরসের ম্যানেজিং ডিরেক্টর সিদ্ধার্থ লাল এর মতে বাজার চলতি মোটরসাইকেল গুলিকে বৈদ্যুতিক ভার্সনে পরিবর্তিত করা যথেষ্ট কঠিন। আরো সংযোজন করে তিনি বলেন “স্টার্ক ফিউচার পরিসীমা ওজন এবং প্যাকেজিং এর খরচের সাথে আপোষ না করে ইলেকট্রিক ভেহিকেল টেকনোলজি সম্প্রসারণ ঘটাতে সক্ষম হয়েছে।” জানানো হচ্ছে ইভি ক্ষেত্রে হালকা ওজনের যন্ত্রাংশের জন্য নেতৃত্ব প্রদানকারী স্টার্কের থেকে ইলেকট্রিক ভেহিকেল প্ল্যাটফর্ম তৈরির সক্ষমতা গ্রহণ করতে চলেছে তারা। একাধিক ইভি প্লাটফর্ম শেয়ারে পরিকল্পনায় রয়েছে ভবিষ্যতে।