টেক নিউজনিউজ

৪০ হাজার টাকার নতুন Redmi কিনুন মাত্র ৮ হাজার টাকায়! বাম্পার অফার দিচ্ছে এই সংস্থা

ভারতের সবথেকে জনপ্রিয় বাজেট সেগমেন্টের ফোনগুলি। বিশেষ করে ১০ হাজার টাকার কম দামে ফোন কেনার প্রবণতা বেশি ভারতীয় গ্রাহকদের মধ্যে। আর এই সেগমেন্টে জমি শক্ত করতে মরিয়া সব জনপ্রিয় সংস্থা। তবে জানেন কি এবার অন্যতম জনপ্রিয় রেডমির মিড রেঞ্জের ফোন আপনি পেয়ে যেতে পারেন একবারে লো বাজেটে। না কোনো পুরনো ফোন নয়, সদ্য লঞ্চ হওয়া রেডমি Note 12 pro plus 5G ফোনের উপর বিরাট ছাড় মিলছে ফ্লিপকার্টে। ফ্লিপকার্ট থেকে এই ফোনটি বর্তমানে কিনতে চাইলে পেয়ে যাবেন প্রায় ২২ হাজার টাকার মতো ছাড়। আপনি যদি একটি নতুন 5G ফোন কিনতে চান তাহলে এটাই সুযোগ.. হাতছাড়া করবেন না।

এমনিতে মার্কেটে Redmi Note 12 pro plus 5G প্রিমিয়াম কোনটির দাম ৩৩ হাজার ৯৯৯ টাকা তবে বর্তমানে এই ই-কমার্স প্ল্যাটফর্মটিতে চলছে নানাবিধ অফার যেখানে রয়েছে এক্সচেঞ্জ থেকে শুরু করে ব্যাংকের বিভিন্ন অফার। আর প্রত্যেকটি অফার ব্যবহার করতে পারলে ফোনটি আপনি পেয়ে যাবেন মাত্র ৮০০০ টাকায়। flipkart এ প্রথমে দেয়া হচ্ছে 11% ফ্ল‍্যাট ডিসকাউন্ট। এই ডিসকাউন্টের পর 8gb র‍্যাম ২৫৬ জিবি স্টোরেজ মডেলটির দাম হচ্ছে ২৯ হাজার ৯৯৯ টাকা।

তবে এখানেই শেষ নয়, এই ফোনটির উপর থাকছে ২২ হাজার টাকা পর্যন্ত এক্সচেঞ্জ অফার যে অফার সম্পূর্ণ ব্যবহার করতে পারলে আপনি ফোনটি পেয়ে যাবেন ৭৯৯৯ টাকার। তবে হ্যাঁ এই অফার নির্ভর করবে আপনার এক্সচেঞ্জ করা ফোনের অবস্থার ওপর। এছাড়াও ফ্লিপকার্ট অ্যাক্সিস ব‍্যাঙ্ক কার্ড ব্যবহার করলে ৫% পর্যন্ত ক্যাশব্যাক মিলবে। অপরদিকে ICICI ব্যাংকের ডেবিট বা ক্রেডিট কার্ডের মাধ্যমে ইএমআই ট্রানজাকশন করলে মিলবে অতিরিক্ত ২৫০০ টাকার ছাড়।প্রসঙ্গত এই ফোনটিতে দেওয়া হয়েছে ৬.৬৭ ইঞ্চির Amoled ডিসপ্লে, মিডিয়াটেক ডাইমেনসিটি 1080 প্রসেসর।

যে প্রসেসর পেয়ার করা থাকছে 12gb পর্যন্ত ram এবং 256gb পর্যন্ত ইন্টারনাল স্টোরেজের সাথে। সফটওয়্যার হিসাবে ফোনটি চালানোর জন্য android 12 ভিত্তিক MIUI ১৩ অপারেটিং সিস্টেম রয়েছে। তবে সব থেকে আকর্ষণীয় এই ক্যামেরা কারণ এতে দেওয়া হয়েছে ২০০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা। এছাড়াও রয়েছে ৮ MP আল্ট্রা ওয়াইড আর ২ মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা. আর সেলফির জন্য দেয়া হয়েছে ১৬ মেগাপিক্সেল ফ্রন্ট ফেসিং সেন্সর।
৫০০০ mAh ব্যাটারি রয়েছে ফোনে।