টেক নিউজনিউজ

আকর্ষণীয় অফারে সেল হচ্ছে নজরকাড়া Redmi 10A, চটপট এভাবে করুন অর্ডার

এবার আপনি মাত্র ৪৯৯ টাকায় কিনে ফেলতে পারেন ‘Redme 10A’ স্মার্টফোনটি। কারণ, জনপ্রিয় ই-কমার্স সংস্থা অ্যামাজনের তরফ থেকে এমনই একটি অফার আনা হয়েছে। যেখানে সমস্ত অফার প্রযোজ্য হলে ৪৯৯ টাকাতে এই ফোনটি আপনি নিজের করে নিতে পারেন। আসলে এই অফারের মধ্যে রয়েছে পুরনো ফোন এক্সচেঞ্জ করার সুবিধা। এছাড়াও তাতে ইএমআই’এর সুবিধা রয়েছে।

আসুন তাহলে এই ফোনের দাম ও অফার সম্পর্কে জেনে নেওয়া যাক-

এই ফোনের ৪ জিবি র‌্যাম ও ৬৪ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ১১,৯৯৯ টাকা। তবে অফারের মধ্যে ২৫ শতাংশ ছাড়ে আপনি ৮,৯৯৯ টাকায় এটি কিনতে পারেন। এছাড়াও মাসিক কিস্তিতে আপনি ফোনটি কিনতে পারবেন। সেক্ষেত্রে আপনাকে প্রতি মাসে দিতে হবে ৪৩০ টাকা। এখানেই শেষ নয় ৮,৫০০ টাকা পর্যন্ত এক্সচেঞ্জ অফার প্রযোজ্য হলে মাত্র ৪৯৯ টাকায় ফোনটি আপনি বাড়ি নিয়ে যেতে পারবেন।

ফিচার্স-

১. ৬.৫৩ ইঞ্চি এইচডি+ আইপিএস এলসিডি ডিসপ্লে। রেজোলিউশন ১৬০০x৭০০।

২. রয়েছে মিডিয়াটেক হেলিও জি২৫ প্রসেসর।

৩. ১৩ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা। সেলফি তোলার জন্য ৫ মেগাপিক্সেল ফ্রন্ট সেন্সর।

৪. ৫০০০ এমএএইচ ব্যাটারী দেওয়া হয়েছে ফোনটিতে।

তাই আর দেরী না করে এখনই কিনে ফেলুন দুর্দান্ত অফারের এই ফোনটি।