টেক নিউজনিউজ

সিঙ্গেল চার্জেই ছুটবে ১৩০ কিমি, কম দামে দেশে লঞ্চ করল এই দুর্দান্ত ইলেকট্রিক বাইক, জানুন দাম ও ফিচার

জ্বালানী তেলের ক্রমাগত মূল্যবৃদ্ধি এবং পরিবেশ দূষণের কথা মাথায় রেখে বিভিন্ন সংস্থা ইলেকট্রিক যানবাহন নিয়ে আসছে। ইতিমধ্যেই আমাদের সামনে একাধিক সংস্থা উঠে এসেছে যারা ইলেকট্রিক স্কুটার, বাইকের পাশাপাশি চার চাকা গাড়িও এনেছে। সেরকমই একটি সংস্থা ‘PURE EV’ সম্প্রতি ইলেকট্রিক বাইক এনেছে গ্রাহকদের জন্য।

বাইকটি দেখতে সাধারণ পেট্রোলচালিত বাইকের মতোন হলেও তাতে রয়েছে দুর্দান্ত ফিচার। আজ আমরা সেই সম্পর্কেই আলোচনা করবো এই প্রতিবেদনে।

১. এতে ৩.০ kwh ক্ষমতা-সম্পন্ন ব্যাটারী প্যাক ব্যবহার করা হয়েছে। যেটি সিঙ্গেল চার্জে ৮৫ থেকে ১৩০ কিলোমিটার পর্যন্ত ড্রাইভিং রেঞ্জ দিতে সক্ষম।

২. এই বাইক বিভিন্ন ড্রাইভিং মোডে ৪৫ কিলোমিটার প্রতি ঘন্টা থেকে ৭৫ কিলোমিটার প্রতি ঘন্টা রেঞ্জ দিতে পারে। এতে ১৪০ কেজি ওজন বহনের ক্ষমতা রয়েছে।

৩. এই ইলেকট্রিক বাইকের তিনটি ড্রাইভিং মোড দেওয়া হয়েছে। যার টপ স্পিড ৭৫ কিলোমিটার প্রতি ঘন্টা।

৪. একইসাথে তাতে ব্যাটারী ম্যানেজমেন্ট সিস্টেম এবং ব্লুটুথ কানেক্টিভিটির সঙ্গে ৩ kw ক্ষমতা সম্পন্ন ইলেকট্রিক মোটর দেওয়া হয়েছে।

৫. এছাড়া এতে রয়েছে ফ্রি জেনারেটিং ব্রেকিং সিস্টেম, ডিজিটাল স্পিডোমিটার, ডিজিটাল অটোমিটার, সেন্ট্রাল লকিং, প্যাসেঞ্জার ফুট রেস্ট, এলইডি হেডলাইট এবং টেল লাইটের মতোন একাধিক ফিচার।

রেড, ব্ল্যাক, গ্রে এবং ব্লু এই চারটি কালার অপশন রয়েছে বাইকটিতে। দামের দিক দিয়ে দেখতে গেলে ৯৯,৯৯৯ টাকা নির্ধারণ করা হয়েছে। তবে এই দাম শুধুমাত্র দিল্লীর জন্য। দিল্লী ছাড়া অন্য রাজ্যে এটির দাম ১,১৪, ৯৯৯ টাকা।