টেক নিউজদেশনিউজ

ভারতে ফিরে আসছে পাবজি? কি জানাল তথ‍্য-প্রযুক্তি মন্ত্রক

Advertisement
Advertisement

সম্প্রতি আশায় বুক বেঁধেছিলেন ভারতের পাবজি প্রেমীরা। শোনা গেছিল খুব শীঘ্রই ভারতে নতুন রূপে ফিরতে চলেছে পাবজি। এমন একটা আভাস পাওয়া গিয়েছিল গত মাসের শেষের দিকে যে চিনা কোম্পানির নিয়ন্ত্রণমুক্ত হয়ে ‘পাবজি মোবাইল ইন্ডিয়া’ নামে নতুন করে ভারতের বাজারে ফিরতে চলেছে জনপ্রিয় গেম পাবজি৷ কিন্তু এবারের খবর পাবজি প্রেমীদের জন্য বেদনাদায়ক৷ জানা গেছে, মার্চের আগে ভারতে পাবজি ফেরার সম্ভাবনা নেই।

এই বছরের মাঝামাঝি লাদাখে ভারত-চিন সীমান্তে দুই দেশের সেনার সংঘর্ষের পরে উত্তপ্ত হয়ে ওঠে দ্বিপাক্ষিক সম্পর্ক৷ চিনকে শিক্ষা দিতে বেশ কিছু চিনা অ্যাপের ব্যবহার ভারতে বাতিল করে কেন্দ্রীয় সরকার৷ সেই তালিকায় সামিল ছিল জনপ্রিয় গেম পাবজিও৷

দ্বিপাক্ষিক সম্পর্কের টানাপোড়নের মাঝেই অভ্যন্তরীণ নিরাপত্তার ইস্যুতে ব্যান করা হয় পাবজি। প্রশ্ন ওঠে ফের ভারতে তা চালু করতে চাওয়ার কী কারণ? তথ্য ও সম্প্রচার মন্ত্রক সূত্রের খবর, এই বছরে ভারতে ফিরবে না পাবজি। ফলে ব্যাটল গেম ছাড়াই বছর শেষ করতে হবে গেম-প্রেমীদের।

গত ১৪ নভেম্বর ভারতে ফেরার কথা ছিল পাবজির। তাতে বিপুল উৎসাহ দেখা যায় পাবজি প্রেমীদের মধ্যে৷ কিন্তু এখনকার তথ্যের পর ফের কবে পাবজি অ্যাভেইলেবল হবে ভারতে, সে ব্যাপারে প্রশ্ন থেকেই গেল৷ তবে বিশেষ সূত্রের খবর মার্চের পরে পাবজির ফেরার সম্ভাবনা আছে এই দেশে৷

Related Articles