টেক নিউজনিউজ

ফোল্ডিং স্মার্টফোনের জগতে বাজার কাঁপাতে আসছে Oppo, ফাঁস হল আকর্ষণীয় ফিচারস

ফোল্ডিং বা ভাঁজ করা ফোনের জনপ্রিয়তা দিনকে দিন বাড়ছে। আর এই ফোনের বাজারে অনেকটাই দখল করে আছে samsung. এই প্রতিষ্ঠানটির galaxy z ফোল্ডের বিক্রি সবচেয়ে বেশি তবে এই একাধিপত‍্য কিন্তু খুব বেশিদিনের নয় কারণ ফোল্ডিং স্মার্টফোনের জগতে ঝড় তুলতে আসছে OPPO.গত বছরই ডিসেম্বরে লঞ্চ হয়েছিল Oppo Find N2 ও Oppo Find N2 Flip. এবার বিশ্বের অন্যান্য দেশে এই ফোন লঞ্চের প্রস্তুতি শুরু করেছে এই সংস্থা।

সম্প্রতি FCC ডেটাবেস ওয়েবসাইটে দেখা মিলেছে এর আর তারপরেই এবার ফোনটির দেখা মিলল GEEKBENCH ওয়েবসাইটে ফলে প্রকাশ্যে এসেছে ফ্লিপ ফোনের গুরুত্বপূর্ণ স্পেসিফিকেশন। সেখান থেকে মনে করা হচ্ছে এবার samsung এর ফ্লিপ সিরিজের ফোনগুলিকে চ্যালেঞ্জের সম্মুখীন করবে Oppo এর ফ্লিপ ফোন।

GEEKBENCH ওয়েবসাইট থেকে ফাঁস হওয়া রিপোর্টে বিভিন্ন টেস্টে এই ফোনের স্কোর দেখে মনে করা হচ্ছে Oppo Find N2 Flip ফোনটিতে গ্লোবাল ভ্যারিয়েন্টে ব্যবহার হতে পারে মিডিয়াটেক ডায়মনসিটি ৯০০০+ চিপসেট। ওই ওয়েবসাইট থেকে জানা গিয়েছে ফোনের প্রসেসরে সর্বোচ্চ ৩.২ GHz ক্লক স্পিড পাওয়া যাবে। সঙ্গে থাকবে ৮ জিবি র‍্যাম। আর ফোনে চলবে অ্যান্ড্রয়েড ১৩ এর অপারেটিং সিস্টেম।

জানা গেছে চীনে লঞ্চ হওয়া এই Oppo Find N2 Flip সিরিজের ফোন গুলির দাম রাখা হয়েছিল ৭১ হাজার টাকা। যার বেস ভ‍্যারিয়‍্যান্ট ছিল ৮gb Ram+ 256 GB storage. ফোনটির আরো কিছু স্পেসিফিকেশন বলতে, 6.8 ইঞ্চি FHD+ Amoled ফোল্ডিং ডিসপ্লেযু্ক্ত ফোনে দেওয়া হয়েছে ৫০ এমপি প্রাইমারি ক্যামেরা ও ৩২ এমপি সেলফি ক্যামেরা। এছাড়াও ফোনের বাইরের দিকে রয়েছে ৩.৬২ ইঞ্চি কভার ডিসপ্লে। ফোনটি 4300 mAh ব্যাটারী যুক্ত 44W ফাস্ট চার্জিং সহ এসেছে।