টেক নিউজনিউজ

সিঙ্গেল চার্জেই ছুটবে ১৭৪ কিমি, অতি সস্তায় ৩টি দুর্ধর্ষ ইলেকট্রিক বাইক আনছে OLA

দেখে অন্যতম অ্যাপ ক‍্যাব সার্ভিস প্রদানকারী সংস্থা Ola. অনলাইনে ক‍্যাব বুকিং সংস্থা হিসেবে বেশ কয়েক বছর ধরেই বেড়েছে তাদের ব্যবসা। তবে এখানেই থেমে নেই, আরো মাইলফলক ছুতে ব্যস্ত এই সংস্থা। দু’বছর আগেই তারা নিয়ে এসেছে তাদের প্রথম ইলেকট্রিক স্কুটার। আর তার সাফল্যের পরে এবার বৈদ্যুতিক বাইকের দুনিয়ার পদার্পণ করতে চলেছে “ওলা ইলেকট্রিক।”

জানা যাচ্ছে শীঘ্রই সেগুলি দেশের বাজারে লঞ্চ করা হবে। সূত্র মারফত থেকে যে খবর এসেছে তাতে তিনটি ইলেকট্রিক বাইক বাজারে আনতে চলেছে OLA. স্পেসিফিকেশন এবং ভ্যারিয়েন্ট এর দিক থেকে একে অপরের থেকে আলাদা হবে ইতিমধ্যে সেগুলি নাম ও প্রকাশ্যে চলে এসেছে। এই তিনটি বাইকের নাম ” আউট অফ দা ওয়ার্ল্ড”, “ওলা পারফরম‍্যাক্স’ এবং ‘ওলা রেঞ্জার’।
এর মধ্যে প্রথমটি সবথেকে শক্তিশালী।

এখনো পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী OLA out of the world হতে চলেছে এদের প্রিমিয়াম ইলেকট্রিক বাইক। দেখা যাচ্ছে এর সর্বোচ্চ গতিবেগ ১১০ কিমি আর সিঙ্গেল চার্জে ১৭৪ কিলোমিটার পথ যেতে সক্ষম হবে গাড়িটি। অনুমান করা হচ্ছে এর মূল্য থাকবে ১,৫০,০০০ টাকার কাছাকাছি। উল্লেখ্য সুরক্ষার কথা ভেবে এতে অ্যাডভান্সড ড্রাইভার অ্যাসিস্ট্যান্ট সিস্টেম উপলব্ধ থাকবে।

Ola Performax

মিড রেঞ্জের এই মডেলটি তিনটি ভ‍্যারিয়েন্টে উপলব্ধ। এন্ট্রি লেভেল মডেলটি অফার করবে ৯১ কিমি রেঞ্জ আর ঘন্টায় ৯৩ কিমি গতিবেগ। সম্ভাব্য দাম ১,০৫,০০০ টাকা। দ্বিতীয় ভ‍্যারিয়েন্ট
অফার করবে ১৩৩ কিমি রেঞ্জ আর ঘন্টায় ৯৫ কিমি গতিবেগ। সম্ভাব্য দাম ১,১৫,০০০ টাকা।
এর তৃতীয় অর্থাৎ প্রিমিয়ার ভ‍্যারিয়েন্টটি অফার করবে ১৭৪ কিমি রেঞ্জ আর ঘন্টায় ৯৫ কিমি গতিবেগ। সম্ভাব্য দাম ১,২৫,০০০ টাকা।

Ola Ranger

এর দাম ৮৫ হাজার থেকে শুরু করে ১,০৫,০০০ হতে পারে। এই মডেলটিও তিনটি ভ‍্যারিয়েন্টে উপলব্ধ।। বেস মডেলটি অফার করবে ৮০ কিমি রেঞ্জ আর ঘন্টায় ৯১ কিমি গতিবেগ। দ্বিতীয়টি দেবে ১১৭ কিমি রেঞ্জ আর ঘন্টায় ৯১ কিমি গতিবেগ। এর দাম থাকতে পারে 91000 টাকা। সর্বশেষ অর্থাৎ তৃতীয়টি অফার করবে ১৫৩ km রেঞ্জ আর 91km/ঘন্টা গতবেগ।

প্রসঙ্গত 9th ফেব্রুয়ারি একটি ইভেন্ট রেখেছে ওলা, সেখানে তাদের সব থেকে সস্তা ইলেকট্রিক স্কুটার Ola S1 কেনার উইন্ডো খোলার ঘোষণা হতে পারে। এছাড়াও আপকামিং ইলেকট্রিক বাইকের ডিজাইন প্রকাশ‍্যে আনা হতে পারে।